৩০ টাকায় বিএনপির ইফতার, কেন?

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 09:59:27

প্রতি বছরের মতো এবারও রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। বিগত বছরগুলোতে এমন আয়োজন হতো দলের চেয়ারপারসনের উদ্যোগে।

তবে গতবার ও এবারের প্রেক্ষাপট ভিন্ন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন দুর্নীতির মামলায় কারান্তরীণ।

তাকে জেল কোড অনুযায়ী ৩০ টাকার ইফতার দেওয়া হয়। যার প্রতিবাদ স্বরুপ দলের নেতাকর্মীরা এবার জনপ্রতি ‘৩০ টাকার ইফতারের’ আয়োজন করেছেন। ৩০ টাকার ইফতারের প্যাকেজে থাকবে ছোট পানির বোতল, একটি খেজুর, এক পিস বেগুনি, এক পিস জিলাপি, এক মুঠো মুড়ি ও ছোলা।

কারাবন্দী থাকায় গত বছরের মতো এবারও খালেদা জিয়া এ ইফতার মাহফিলে উপস্থিত থাকছেন না। তবে তার সম্মানে একটি চেয়ার খালি রাখা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত লেডিস ক্লাবে আয়োজিত ওই ইফতার মাহফিলে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

৩০ টাকার ইফতার প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বার্তা২৪.কমকে বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ৩০ টাকার ইফতার দেওয়া হয়। সে অনুযায়ী দলের নেতাকর্মীরা ৩০ টাকায় ইফতার করবেন। আমন্ত্রিত অতিথিদের জন্য একই মেন্যু রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর