সংসদে যাওয়ার কারণ ব‍্যাখ‍্যা করতে বললেন মওদুদ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 18:20:22

 

বিএনপি নেতাদের সংসদে যোগদানের বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করে নেতাকর্মীদের মধ্যে বিদ্যমান ভুল বোঝাবুঝি দূর করার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

তিনি বলেন, ‘যে নির্বাচন বর্জন করেছি, সে সংসদে যোগ দেওয়ার কারণে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ ধরনের ক্ষোভ থাকা ভালো না। এ ক্ষোভ যদি দূর করতে না পারি তাহলে জাতীয়ভাবে রাজনীতিকে সামনে এগিয়ে নিতে পারব না।’

'শহীদ জিয়ার দলকে সুসংগঠিত করার জন্য অবিলম্বে ছাত্রদল, যুবদলসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডেকে খোলামেলা আলোচনার মাধ্যমে আমাদের ভুল বোঝাবুঝি দূর করতে হবে,’ যোগ করেন মওদুদ।

বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব‍্যারিস্টার মওদুদ বলেন, 'আমাদের কোটি কোটি সমর্থক থাকবে, সমর্থন থাকবে, কিন্তু জাতীয় পর্যায়ে রাজনীতি যদি সঠিকভাবে নির্ধারণ করতে না পারি, পরিচালনা করতে না পারি, তাহলে আমরা দলকে সুসংগঠিত করতে পারব না।'

তিনি বলেন, 'এখন বিএনপির জন্য বিরাট সংকটকাল। আমাদের নেত্রী অসুস্থ এবং কারাগারে। আমি এটুকু বলতে চাই, আজ না হয় কাল খালেদা জিয়া মুক্ত হবেন এবং আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু তিনি এ মুহূর্তে কারাবন্দী। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, আমরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তিনি আমাদের নেতৃত্ব দিতে পারছেন না।’

‘তারেক রহমান আট হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন। আর দেশে চলছে একদলীয় নিষ্ঠুর স্বৈরশাসন। তাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন, সর্বক্ষেত্রে ঐক‍্য বজায় রাখা। আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আমরা যদি ব‍্যর্থ হয়ে থাকি, তাহলে আমাদের সরিয়ে নতুন নেতৃত্বের ব‍্যবস্থা করেন। কিন্তু দলটাকে শক্তিশালী রাখতে হবে,’ যোগ করেন তিনি।

মওদুদ বলেন, ‘নির্বাচনের পর দলীয়ভাবে ফলাফল প্রত‍্যাখ‍্যান করেছি এবং সংসদকে অবৈধ উল্লেখ করেছি। এজন্য আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন ও উপজেলা নির্বাচনে অংশ নেইনি। যারা অংশ নিয়েছিলেন তাদের আমরা বহিষ্কার করেছি। গত নির্বাচনে হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হয়েছে। তারা জেল খেটেছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। এমনকি অনেকে মৃত্যুবরণও করেছেন। এখন হঠাৎ করে সংসদে যাওয়ার কারণে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে বিএনপির অবস্থান নিয়ে শতশত প্রশ্ন দেখা দিয়েছে। এসব প্রশ্নের উত্তর আমাদেরই দিতে হবে। যদি আমরা দিতে পারি, তবে আমরা এ সংগঠনকে আরও অনেক বেশি সঙ্ঘবদ্ধ করতে পারব। শহীদ জিয়ার দলকে সুসংগঠিত করার জন্য অবিলম্বে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।'

দলকে শক্তিশালী করার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বলেও তিনি মনে করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, সেলিমা রহমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর