ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-08-27 02:16:13

ঐতিহাসিক ছয় দফা দিবস অর্থাৎ ৭ জুনকে স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘৭ জুন স্বাধীনতা ও আমাদের জাতীয় মুক্তির সংগ্রামের ঐতিহাসিক মাইলফলক। ৭ জুন ছিল স্বাধীনতার মন্ত্র।’

শুক্রবার (৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২-এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘এই ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ। ছয় দফার ভিত্তিতে পরবর্তীতে ১৯৬৯ সালে বিক্ষুব্ধ বাংলার গণ বিস্ফোরণ ১১ দফা আন্দোলন। সেই ১১ দফা ছিল ছয় দফা ভিত্তিক ১১টি দাবি। এরপর নির্বাচনের পরে ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা। এরপর ১৬ ডিসেম্বর ঐতিহাসিক বিজয়।’

৭ জুন ছয় দফা আন্দোলনে শহীদ মনু মিয়াসহ যে শহীদরা আত্মবলিদান দিয়েছেন তাদের স্মৃতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

তিনি বলেন, ৭ জুনের পথ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজ মুক্তির সংগ্রামের কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। স্বাধীন বাংলাদেশকে মুক্তির সংগ্রামকে সফল করার জন্য আমরা শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। 

ছয় দফাকে অস্বীকারকারীরা মুক্তিযুদ্ধের চেতনাকে কতটা বিশ্বাস করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আজকে অন্য দলকে কটাক্ষ করে কিছু বলতে চাই না। ৭ জুন যে স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক, এটা অনেক রাজনৈতিক দল স্বীকার করতে চায় না। এই দিবসটিকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার চেতনা কতটা বিশ্বাস করে সেটাই আজ প্রশ্ন।’

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মুকুল বোস, সভাপতিমণ্ডলীর সদস্য  বেগম  মতিয়া চৌধুরী,  কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলা বিষয়ক সম্পাদক ফরিদুর নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন কার্যনির্বাহী সদস্য আখতারুজ্জামান, আমিরুল আলম মিলন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর