ঐক্যফ্রন্টের ঐক্য চায় আওয়ামী লীগ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 10:31:38

শক্তিশালী বিরোধীদলের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ থাকুক- ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন প্রত্যাশা করে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১১ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে দলের যৌথ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের মধ্যে সমন্বয়হীনতার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ঐক্যফ্রন্টে সমন্বয় নেই, ঐক্য নেই। আমরা সেটা চাই না। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ হোক, তাদের মধ্যে সমন্বয় হোক। আমরা শক্তিশালী বিরোধীদল চাই, সংসদের ভেতরে ও বাইরে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বন্দিত্বে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উদ্বেগ প্রকাশ করায় আওয়ামী লীগ কোনো চাপ অনুভব করছে কি-না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'কোনো চাপ অনুভব করছি না, বিচ্ছিন্নভাবে কে কী বলেছে।’

'বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু ডাক্তাররা তো কোনো উদ্বেগ প্রকাশ করছে না। বেগম জিয়ার স্বাস্থ্য উদ্বেগের পর্যায়ে আছে আমাদের জানা নেই। মেডিক্যাল বোর্ডও এ রকম কোনো তথ্য দিতে পারেনি।'

তিনি বলেন, 'বিএনপি বার বার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, বিদেশিরা কখনো বলেনি বেগম জিয়ার স্বাস্থ্য খারাপ। তারা বলেছে, বন্দি অবস্থায় যেন ভালো চিকিৎসা হয়।’

আওয়ামী লীগের নেতারা প্রতিহিংসামূলক বক্তব্য দিচ্ছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনার ভালো কাজ তারা দেখতে পান না, উন্নয়ন তাদের চোঁখে পড়ে না। কারণ হচ্ছে তারা ধরে নিয়েছেন, তাদের রাজনীতি হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা। আসলে উন্নয়ন দেখার জন্য তাদের পাওয়ারের চশমা দরকার।'

বিএনপির রুমিন ফারহানা নারী সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই সংসদকে অবৈধ বলাকে কিভাবে দেখছেন জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'তাঁর (রুমিন ফারহানা) সাহসের প্রসংশা করি যে, তিনি সংসদে এসেছেন। মির্জা ফখরুল ইসলাম তো পাশ করেও সংসদে আসেননি।'

'সংসদে এসে সংসদের বিরুদ্ধে বলুক, সরকারের বিরুদ্ধে বলুক, এতে আমাদের কোনো আপত্তি নেই। তারপরও সংসদে তো এসেছেন। সংসদ সদস্য হয়ে কিভাবে এই সংসদকে অবৈধ বললেন, এর মিমাংসা সংসদ অধিবেশনে হবে।'

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, কামরুল ইসলাম, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাইদ খোকন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর