সৌরভের ফোন থেকে হোয়াটসঅ্যাপে কল আসে: সোহেল তাজ

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 20:13:56

অপহৃত সৈয়দ ইফতেখার আলম সৌরভের ফোন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার মা বাবার ফোনে কল আসে। মঙ্গলবার (১৮ জুন) রাত ২ টা ২০ মিনিটের দিকে এ ফোন কল আসে।

বুধবার (১৯ জুন) দুপুরে ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন সৌরভের মামা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

ফেসবুক লাইভে তিনি বলেন, ‘মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে সৌরভের ফোন থেকে হোয়াটসঅ্যাপের মধ্যমে তারা বাবা ও মায়ের কাছে কল আসে। কিন্তু ধরার পর কেউ কথা বলেনি। পরবর্তী সময়ে তারা কয়েকবার সৌরভের ওই নম্বরে কল করেছেন, কিন্তু কেউ ফোন ধরেনি। আমরা সারারাত ঘুমাইনি। এখনো অপেক্ষা করছি, সৌরভের ফিরে আসার জন্য।’

তিনি আরও বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাতে আমরা এক জায়গায় গিয়েছিলাম। সেখানে আমরা কিছু তথ্য পেয়েছি। তাতে আমরা সন্তুষ্ট।’

আরও পড়ুন: ৯ দিনেও উদ্ধার হননি সোহেল তাজের ভাগ্নে

সোহেল তাজের ফেসবুক লাইভে সৌরভের বাবা মানিক ও মা ইয়াসমিন বলেন, ‘২টা ২০ মিনিটে কল আসে। কল আসার সঙ্গে সঙ্গে কলটা ধরি। আমি বারবার হ্যালো হ্যালো বললাম। কিন্তু ওই প্রান্তে কেউ কথা বলে না। আমি পরে কল কেটে দিয়ে আবার ফোন দেই। তখন রিং হচ্ছিল, কিন্তু কেউ ধরেনি। এখনো কল করেছি, রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না।’

ফেসবুক লাইভের শেষে সোহেল তাজ বলন, ‘আমরা তাদের প্রতি আস্থা রেখেই অপেক্ষা করছি। কর্তৃপক্ষ আমাদেরকে দ্রুত জানাবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তবে আমরাও থেমে থাকব না। আমরাও চেষ্টা করে যাচ্ছি।’

আরও পড়ুন: সোহেল তাজের ভাগ্নেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

উল্লেখ্য, গত ৯ জুন সৌরভকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে চট্টগ্রামের আফমি প্লাজার সামনে যেতে বলা হয়। সেখানে দুজন অফিসার অপেক্ষমান থাকবে তাদের হাতে সিভিসহ প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেওয়ার কথা বলা হয়। কথা মতো সৌরভ ৭টায় ওই স্থানে উপস্থিত হয়। পরবর্তীতে সৌরভ বাসায় ফিরে না আসলে পরিবারের পক্ষ থেকে মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। সেই থেকে সৌরভ নিখোঁজ।

নিখোঁজের পরের দিন ১০ ই জুন পাঁচলাইশ মডেল থানায় একটি জিডি করেন সৌরভের বাবা। 

এ সম্পর্কিত আরও খবর