আন্দোলন করা ছাত্রদলের ১২ নেতা বহিষ্কার

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 05:09:02

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কাউন্সিলে বয়সসীমা তুলে দেওয়ার দাবিতে আন্দোলন করা ও নেতৃত্ব দেওয়া ১২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (২২ জুন) দিবাগত রাতে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিলুপ্ত কমিটির সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, ইকতিয়ার কবির, জয়দেব জয়, মামুন বিল্লাহ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত-সাবেক, আব্দুল মালেক, সদস্য আজীম পাটোয়ারী।

এ সকল নেতা ছাত্রদলের কাউন্সিলে বয়সসীমা তুলে দেওয়া অথবা নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি করার দাবিতে শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলন করে। ওই সংবাদ সম্মেলনে বহিষ্কার হওয়া সকল নেতা উপস্থিত ছিলেন।

তবে বিএনপি'র পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ছাত্রদলের ১২ নেতাকে বহিষ্কার করা হলো। একই সঙ্গে তাদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর