বর্ণাঢ্য আয়োজনে দেশব্যাপী পালিত হচ্ছে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 20:50:29

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আনন্দ র‌্যালি, আলোচনা সভাসহ বর্ণাঢ্য নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করছেন নেতকর্মীরা।

গোপালগঞ্জ

সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পমাল্য অর্পণ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। পরে সেখানে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দলের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, আওয়ামী লীগ নেত্রী মারুফা আক্তার পপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রমুখ।

ময়মনসিংহ

সকালে ময়মনসিংহের কালীবাড়ী রোডের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এতে সহ-সভাপতি অ্যাডডভোকেট কবির উদ্দিন ভুইয়া, অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ২৩ জুন সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মাসব্যাপী আলোকসজ্জার উদ্বোধন, মোমবাতি প্রজ্জলন, কেককাটা ও আলোচনা সভা। ৬ জুলাই বিকেল ৫টায় টাউনহল শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ জুলাই বিকেল ৪টায় অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে প্রতিটি উপজেলা থেকে তৃণমূল পর্যায়ের প্রবীণ, পরীক্ষিত, নিপীড়িত ও নির্যাতিত একজনসহ পাঁচ নেতাকে সম্মাননা প্রদান।

২৪ জুলাই বিকেল ৩টায় রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে জমায়েত হয়ে আওয়ামী লীগের ইতিহাস সম্বলিত ছবি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, প্যানা, পোস্টার, মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি, সরকারের উন্নয়নমূলক চিত্র নিয়ে একটি আনন্দ র‌্যালি টাউনহল প্রাঙ্গণে শেষ হবে।

রংপুর

সারা দেশের মতো রংপুরেও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে দক্ষিণ এশিয়ার বৃহৎ রাজনৈতিক দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ -এর ৭১তম বর্ষে পদার্পণ উৎসব।

Rangpur AL

বোরবার (২৩ জুন) সকালে বিভাগীয় নগরী রংপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে জেলা আওয়ামী লীগের বেতপট্টি কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা।

দিবসটি উপলক্ষে নগরীতে পৃথক শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসির মোড় বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে গিয়ে শেষ হয়।

Rangpur AL

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান শফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল, জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, কোষাধক্ষ্য আবুল কাশেম, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম টুটুল, জেলা মহিলা লীগের সভাপতি মর্তুজা মনসুর, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা চৈতি, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি নাছিমা জামান ববি, মহানগর মটর শ্রমিক লীগের সাধারণ এম এ মজিদ প্রমুখ।

ঠাকুরগাঁও

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনটি পালন করছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে রোববার (২৩ জুন) দুপুরে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আলম টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভূট্ট, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম প্রমুখ।

নবাবগঞ্জ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পালিত হচ্ছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি বের করা হয়।

পরে একই স্থানে অনুষ্ঠিত হয় পথসভা। এতে বক্তব্য দেন সাবেক গণপরিষদ সদস্য আবু মো. সুবেদ আলী টিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খাঁন পাভেল, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন, মহিলা আওয়ামী নেত্রী মরিয়ম মোস্তফা সিমু, জেলা পরিষদ সদস্য এস.এম সাইফুল ইসলাম, আওয়ামী গীগ নেতা মিজানুর রহমান কিসমত, সাফিল উদ্দিন, মোশারফ হোসেন জুয়েল, জালাল উদ্দিন রুমি, আব্দুর রশিদ, কৃষকলীগ নেতা মিজানুর রহমান সেলু, মেহেদী হাসান স্বপন প্রমুখ।

সিলেট

দুপুরে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে র‍্যালি বের করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। পরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, র‌্যালি, প্রচার ও পুঞ্জিকা প্রকাশ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ইত্যাদি। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীতে এবারই প্রথম প্রতি জেলা থেকে দু’জন করে প্রবীণ ও ত্যাগী নেতাকে সংবর্ধনা দেবে দলটি। 

আরও পড়ুন: গৌরবময় ৭১ বছরে পা রাখল আ.লীগ

আরও পড়ুন: প্রতিষ্ঠাবার্ষিকীতে উজ্জীবিত তৃণমূলের নেতা-কর্মীরা

আরও পড়ুন: আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা

এ সম্পর্কিত আরও খবর