‘বিএনপির মতো বাধ্য বিরোধী দল কখনো দেখিনি’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 04:27:13

নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ বিএনপির মতো ‘বাধ্য’ বিরোধী দল বাংলাদেশের ইতিহাসে কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, একদিকে তারা (বিএনপি) নির্বাচনে ব্যর্থ অন্যদিকে আন্দোলনেও ব্যর্থ। বাংলাদেশে এরকম বাধ্য বিরোধী দল ইতিহাসে আমার জানা মতে আর কখনো দেখিনি।

বৃহস্পতিবার (২৭ জুন) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সাংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সেতুমন্ত্রী।

সরকার হস্তক্ষেপ না করলে সপ্তাহখানের মধ্যে খালেদা জিয়ার মুক্তি আশা করেছেন বিএনপির নেতা শামসুজ্জামান দুদু- এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বার বার বলেছি- বিচার ব্যবস্থা স্বাধীন। কোন প্রকার বাধা বা হস্তক্ষেপ সরকার আগেও করেনি, এখনও করবে না।

আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি ব্যাপারে কোন আপত্তি নেই বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করলেও তার মুক্তির আন্দোলনে বিএনপির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, তারা অসুস্থতা নিয়ে রাজনীতি করে কিন্তু খালেদা জিয়ার মুক্তি নিয়ে আন্দোলন আজ পর্যন্ত করতে পারেনি। ৫শ’ লোকের একটা মিছিলও হয়নি খালেদা জিয়ার মুক্তির জন্য। এতই তারা দুর্বল। এদের আন্দোলন করার সাহস আর সক্ষমতা কোনটাই নেই।

এ সম্পর্কিত আরও খবর