রাজপথের আন্দোলন ছাড়া মুক্তি মিলবে না: মান্না

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 09:32:23

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, 'দে‌শে গণতন্ত্র প্রতিষ্ঠা কর‌তে হ‌লে এবং এ দেশকে মুক্তি করতে হলে রাজপথের আন্দোলন করার কোনো বিকল্প নেই। রাজপথের লড়াই বাদ দিয়ে যারা সংসদে লড়াই করছেন তারা আসলে কোনো লড়াই করতে পারবেন না।’

শনিবার (২৯ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে জাতীয় রাজনীতি: গণতন্ত্রের মুক্তি কোন পথে? আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, 'দেশের মানুষ ওই নেতৃত্ব চায় যে নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। একনায়কতন্ত্র থেকে মুক্তি পাবে। তাই সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করতে হবে তাহলে মুক্তি মিলবে।’

তিনি আরও বলেন, 'সম্প্রতি রিফাত নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হলো। এর প্রতিবাদে যুব সমাজ রাজপথে নামতে পারতেন। শুধুমাত্র রাজনৈতিক দলের ওপর ভরসা করে থাকলেই দেশে বাক স্বাধীনতা গণতন্ত্রের মুক্তি আসবে না। এর পাশাপাশি সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'যত তাড়াতাড়ি আন্দোলনে নামতে পারবেন ততো তাড়াতাড়ি দেশ মুক্তি পাবে। আমি না পারলে আপনি করবেন। আপনি না পারলে তৃতীয় কোনো পক্ষ করবে। তবে আন্দোলন করতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহম্মদ রহমাতুল্লাহসহ আরও অনেকেই।

এ সম্পর্কিত আরও খবর