ফখরুল: এ মুহূর্তে সংঘাতপূর্ণ কর্মসূচি নয়

বিএনপি, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক ১ | 2023-08-13 13:32:46

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল এই মুহূর্তে কোনো সংঘাতপূর্ণ কর্মসূচিতে যাবে না। সরকার ইচ্ছাকৃতভাবেই সিপিসি সম্মেলনের দোহাই দিয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পালনে বাধা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘প্রতি বছর ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে চেয়ারপারসনের উপস্থিতিতে আমরা জিয়ার মাজারে ফুল দিই। এটি বাংলাদেশের একটি তাৎপর্যপূর্ণ দিন। প্রতি বছর দিনটি পালন করি। সরকার এবার আমাদের সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে।’ জিয়াউর রহমান দেশে সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার প্রচেষ্টায় আজ বাংলাদেশে গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা পেয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর