‘দলীয় ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের দাম বৃদ্ধি'

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 11:48:34

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নিজেদের দলের যেসব ব্যবসায়ী বিদেশ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করেন, তাদের এবং দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার (১ জুলাই) দুপুরে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার নিজেরাই লুটেরা, লুণ্ঠনকারী সরকার। লুণ্ঠন করছে জনগণকে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুট করা অর্থ দিয়ে তারা তাদের ভবিষ্যৎ গড়ছে।’

‘সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে লুণ্ঠন করছে। বাজেটের মাধ্যমে তারা এক দিকে যেমন জনগণের সম্পদ লুট করে নিচ্ছে, অন্য দিকে গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে আরো বেশি করে সঙ্কটে ফেলে দিয়েছে। সরকার এক এক করে রাজনৈতিক, অর্থনীতিক, সামাজিক জীবনে এক ভয়াবহ সঙ্কট সৃষ্টি করেছে,’ মন্তব্য মির্জা ফখরুলের।

তিনি বলেন, ‘বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, আদালতের অজুহাত দেখিয়ে খালেদা জিয়াকে যেভাবে আটকে রাখা হয়েছে, ঠিক সেভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে জনগণ ওপর।’

এ মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মাদ মহসিন আলীসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর