এরশাদের শারীরিক অবস্থার উন্নতি

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 13:23:00

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ফুসফুস ও কিডনির অবস্থা কিছুটা ভালো হয়েছে। এ ধারা আরও দুই-তিন দিন অব্যাহত থাকলে তিনি সুস্থ হয়ে উঠবেন।’

বুধবার (৩ জুলাই) দুপুর ১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের সবশেষ শারীরিক অবস্থা গণমাধ্যমকে ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।

তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, ‘বেলা ১১টার দিকে আমি পার্টির চেয়ারম্যানের কাছে গিয়ে কথা বলেছি, কপালে হাত দিয়েছেন। তখন হুসেইন মুহম্মদ এরশাদ চোখ মেলে কথা শুনেছেন।’

এরশাদের সুস্থতা ও রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশবাসীর কাছে অনেক প্রিয়। তার গ্রহণযোগ্যতা অতুলনীয়। তাই দেশবাসী সারাক্ষণ তার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানতে চান।’

এজন্য জাতীয় পার্টি প্রতিদিনের ব্রিফিংয়ের বাইরে অন্য কোনো সূত্র থেকে পাওয়া বিভ্রান্তিকর তথ্য গণমাধ্যম কর্মীদের এড়িয়ে চলার অনুরোধ জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মো. আজম খান, ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. শামছুল হক, শাহজাহান মনছুর, অ্যাডভোকেট আহমেদ শফি রুবেল ও এম এ রাজ্জাক খান।

এ সম্পর্কিত আরও খবর