সম্মেলনের প্রস্তুতিতে আ.লীগের তৃণমূলে ধীরগতি

, রাজনীতি

রেজা-উদ্-দৌলাহ প্রধান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 11:04:55

তিন বছর মেয়াদী আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের অক্টোবরে। অক্টোবরকেই সম্ভাব্য মাস হিসেবে ধরে কেন্দ্রীয় সম্মেলন আয়োজন করতে চায় টানা তিন মেয়াদে সরকার পরিচালনায় থাকা দলটি। ইতোমধ্যেই সম্মেলন আয়োজনের ইচ্ছের কথা জানিয়ে দলের শীর্ষনেতাদের প্রস্তুতি নেওয়ার মৌখিক নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভাপতির সঙ্গে কয়েকদফায় সম্মেলন সংক্রান্ত নানা ইস্যু নিয়েও প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন তারা। প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুসারে সম্মেলন আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে দলটি। তবে তৃণমূলে সম্মেলনের গতি বেশ ধীর।

সারা দেশের তৃণমূলের বিভিন্ন পর্যায়ে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সম্মেলন শেষ করতে বিশেষ কৌশল নিয়ে এগুচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ড। দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরনোদের নবায়ন কার্যক্রমের অগ্রগতি এবং দলের নিজস্ব কার্যালয়ের ঠিকানা স্থায়ী কী না- এসব তথ্য তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বকে জানাতে বলা হয়েছে। তবে আসন্ন কেন্দ্রীয় সম্মেলনের আগে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ সব কমিটি গঠনও নানাবিধ কারণে সম্ভব নয় বলেও মনে করছেন তারা।

সূত্র মতে, টানা তৃতীয় মেয়াদে সরকারে থাকা আওয়ামী লীগের তৃণমূলের অধিকাংশ ইউনিটের কমিটি মেয়াদোত্তীর্ণ। অনেক জেলা ও উপজেলায় নিয়মিত সম্মেলন নেই। কোথায় কোথাও সম্মেলন হয় নি এক যুগেরও বেশি সময় ধরে। নিয়মিত সম্মেলন ও কমিটি গঠন না হওয়ায় সংগঠন স্থবির। কোথাও কোথাও সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়েও পড়েছে। কেন্দ্র থেকে বিভিন্ন সময় আশ্বাস পেলেও এলাকাগুলোর নেতাকর্মীরা নির্ধারিত সময়ে নতুন কমিটি পাননি।

তূণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের পক্ষ থেকে ‘দ্রুততম সময়ের মধ্যে’ মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলাগুলোতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করার ঘোষণা দেওয়ায় তৃণমূলে চাঞ্চল্য ফিরে এসেছে। কারণ এর মধ্যে তৃণমূলকে ঢেলে সাজাতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়ে আটটি বিভাগীয় টিম গঠন করে দেন। তৃণমূল কমিটি গঠনের লক্ষ্যে অনেক জেলায় বর্ধিত সভাও শেষ করেছেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু তৃণমূলে সম্মেলন আয়োজনের প্রস্তুতি সেভাবে নেই।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান বার্তা২৪.কমকে বলেন, ‘বর্ষপূর্তির অনুষ্ঠান শেষ করেই আমরা আমাদের জেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন আয়োজনের কার্যক্রম শুরু করব। ইতোমধ্যেই আমরা প্রতিটা উপজেলা,থানা ও ইউনিয়ন ইউনিটগুলোতে সম্মেলনের তারিখ ঠিক করে জানাতে বলেছি।’

কেন্দ্রীয় সম্মেলনের আগে তৃণমূলের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সম্মেলন ঠিক ভাবে হবে কী না সেটি নিয়ে শঙ্কা আছে তৃণমূলেই। তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, জুন মাসে সফল ভাবে দলের ৭০ তম বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন নিয়েই ব্যস্ত ছিল আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল। জুলাই মাসটাই হাতে সময়। সামনে আগস্ট মাস শোকের মাস। ঐতিহ্যগতভাবে সে মাস জুড়ে কোন সম্মেলন কিংবা কমিটি হবে না। অক্টোবরের আগে তখন বাকী থাকবে মাত্র দুই মাস। কিন্তু এখনো সেরকম প্রস্তুতি নেই।

কেন্দ্রীয় সম্মেলন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বার্তা২৪.কমকে বলেন, জাতীয় সম্মেলন অক্টোবর মাসেই হবে। তাই যে যে এলাকাগুলোতে মেয়াদোত্তীর্ণ কমিটি আছে সেগুলোতে সম্মেলন আয়োজন খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে।

কেন্দ্রীয় সম্মেলন পেছানোরও কোনো সুযোগ নেই জানিয়ে দলের সাধারণ সম্পাদক ,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দলের জাতীয় সম্মেলন শেষ করার প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যে সম্মেলন না করার কোনো বিকল্প নেই।

 এদিকে এই মুহূর্তে দলে নতুন রিক্রুটের জন্য দারুণ সক্রিয় হাইকমাণ্ড। দুইকোটি নতুন সদস্য দলে ভেরানোর লক্ষ্য নিয়ে ২০১৭ সালে সাড়ম্বরে দলের সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিল আওয়ামী লীগ। ওই বছর গণভবনে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনের সদস্য পদ সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেন। কিন্তু পরের বছর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের জোয়ারে তা অনেকটাই স্থিমিত হয়ে যায়। ২০১০ সালে সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও ওই বছরও তা বেশিদিন চলেনি। তবে এবার সেটি হতে দিতে চান না দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্প্রতি দলীয় ফোরামের বিভিন্ন আলোচনায় তিনি নতুন রিক্রুটমেন্ট করার প্রয়োজনীয়তা তুলে ধরে তৃণমূলের নেতাদের দলে নতুন রক্ত সঞ্চালনা করতে সদস্য সংগ্রহ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন।

এ প্রসঙ্গে  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সারা দেশের সব জেলা ও উপজেলায় আগামী ১ জুলাই থেকে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। দলের প্রাথমিক সদস্য সংগ্রহের ক্ষেত্রে এবার পারিবারিক পরিচয়কে বড় করে না দেখে নতুন সদস্যদের রাজনৈতিক পরিচয়কেই প্রাধান্য দেওয়া হবে।’

যদিও রোববার (৩০ জুন) দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তারুণ্যের শক্তি,বাংলাদেশের সমৃদ্ধি’ নীতির আলোকে আগামী ২১ জুলাই সারাদেশে নতুন ভোটারদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হিসেবে অন্তুর্ভুক্তির কার্যক্রম শুরু হবে।’

এ সম্পর্কিত আরও খবর