এরশাদের জন্য প্রয়োজন ৭০ ব্যাগ রক্ত

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 23:16:38

কিডনি জনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডায়ালাইসিস শুরু হয়েছে। শুক্রবার (৫ জুলাই) সকালের দিকে তার ডায়ালাইসিস শুরু হয়।

এরশাদরে ঘনিষ্ঠজনরা এসব তথ্য জানিয়েছেন। তারা আরও জানান, তার শরীরে ৭০ ব্যাগের মতো রক্ত প্রয়োজন হতে পারে। দুপুর পর্যন্ত প্রায় ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে। আরও অনেক রক্তদাতা প্রস্তুত রয়েছেন।

এদিকে, জুমার নামাজ আদায় শেষে এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের বলেছেন, ‘অসুস্থ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকা সিএমএইচ-এ আজ বেলা ১১টায় দেখতে গিয়েছিলাম। তাকে দেখে গত রাতের চেয়ে ভালো মনে হয়েছে। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উনার পেট থেকে পানি বের করা হয়েছে। আজকে বিকেলে বা সন্ধ্যার দিকে আবারও ডায়ালাইসিস দেওয়া হবে। এমনিতে দেখতে তাকে স্বাভাবিক মনে হচ্ছে।’

তবে তার এই উন্নতি যে কৃত্রিমভাবে এবং ওষুধের কারণে, সেটাও স্মরণ করে দিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, ‘গতকাল তার শরীরের যে ফোলাভাবটা ছিল সেটি এখন কমে গেছে। তাকে ভেন্টিলেশনের মধ্য দিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে। ডায়ালাইসিসের মাধ্যমে কিডনি কার্যকর করা হয়েছে। তবে এখনো তিনি শঙ্কামুক্ত নন।’

জিএম কাদের বলেন, ‘গত ২৮ দিনে এরশাদের শরীরে ২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। কিন্তু রক্তগুলো তার শরীরে অদ্ভুত কারণে কাজ করছে না। তার শরীরে রক্তের প্লাটিলেট লেভেল কমে গেছে, তবে চিকিৎসকরা চেষ্টা করে যাচ্ছে।’

 

এ সম্পর্কিত আরও খবর