বাম গণতান্ত্রিক জোটের হরতালে বিএনপির সমর্থন

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-07-08 15:07:41

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী রোববার বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। এর আগে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেন।

মির্জা ফখরুল বলেন, 'অযৌক্তিকভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তাদের দুর্নীতির যে বিভিন্ন ধাপগুলো আছে, বিশেষ করে গ্যাস ও জ্বালানি তেল সংক্রান্ত এগুলোতে অর্থায়ন করার জন্য মূল্য বৃদ্ধি করা হয়েছে। দাম বৃদ্ধির ফলে সমগ্র অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। আগামী ৭ তারিখে বাম দল অর্ধ দিবস হরতাল ডেকেছে। আমরা এর পক্ষে নৈতিক সমর্থন জানাচ্ছি।'

মেয়াদোত্তীর্ণ যে সকল ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে সেগুলোতে বিএনপির নেতারা অংশ নিতে পারবে তবে দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না জানিয়ে তিনি বলেন, 'দলীয় প্রতীকে যখন স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হয় তখন থেকে আমরা এর বিরোধিতা করেছিলাম। আমরা মনে করি, দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। তাই আমরা স্থানীয় নির্বাচনে কাউকে প্রতীক বরাদ্দ দেব না। তবে আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান বা কেউ যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে সে অংশ নিতে পারেন।'

বিএনপির এই নেতা বলেন, 'বরগুনায় রিফাত হত্যার পর যা করা হয়েছে (নয়ন বন্ডের ক্রসফায়ার) তা সম্পূর্ণ রাষ্ট্র ও আইনের প্রতি অবজ্ঞা করা হয়েছে। নয়ন বন্ডকে আইন বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আইনের বাইরে কাউকে হত্যা করা যাবে না, এটা আইনের শাসন পরিপন্থী। এতে প্রমাণিত হয়ে যাচ্ছে দেশে আইনের শাসন বলতে কিছু নেই। জনগণের বেচে থাকার অধিকারটুকু নেই। নয়ন বন্ডকে হত্যা করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে তার পিছনে আসল মদদ দাতাদের আড়াল করা। তারা যেন সামনে না আসতে পারে, এজন্য করা হয়েছে।'

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

এছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান।

এ সম্পর্কিত আরও খবর