সরকারের নির্দেশে আদালত বিচার করে: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:06:09

সরকারের নির্দেশে এখন আদালত বিচার করে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘বিচার বিভাগের ওপর সাধারণ জণগনের নির্ভর করার কথা। কিন্তু এখান থেকে কোনো বিচার পাওয়া যায় না। বিচার বিভাগ সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণ করছে।'

শনিবার (৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ সকল নেতাকর্মীদের নিঃর্শত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৯৪ সালে ট্রেন হামলায় পাবনাতে কয়েকদিন আগে যে বিচার হয়েছে, এটা কখনো কোনো সভ্য সমাজের ইতিহাসের মধ্যে পড়ে না। আমরা এই রায়ে হতাশ নই, বিক্ষুব্ধ। এখানে ন্যায় বিচার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, ১/১১-এর সময়একই ধরনের ১৫টি মামলা ছিল আজকের প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) বিরুদ্ধেও। কিন্তু তারা সবগুলো খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। আর খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে আরও মামলা যোগ করা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি একটা গণদাবি, সাধারণ মানুষের দাবি, দলমত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার মুক্তি চায় এবং গণতন্ত্রের মুক্তি চায়।’

সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ভাইদেরকে মুক্ত করতে হলে, দেশনেত্রীকে মুক্ত করতে হলে, হাবিব উন নবী খান সোহেলকে মুক্ত করতে হলে আমাদেরকে অবশ্যই জনগণের ঐক্যের মধ্য দিয়ে গণ ঐক্য তৈরি করতে হবে। সমস্ত রাজনীতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করে একটা গণজোয়ার এবং আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে আমাদের পরাজিত করতে হবে।’

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, মহানগর বিএনপি নেতা নবী উল্লাহ নবী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর