‘গ্যাসের দাম না কমালে দেশ অচল করে দেওয়া হবে'

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 12:38:43

গ্যাসের দাম না কমালে দেশ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে আহূত অর্ধ দিবস হরতাল পালন শেষে রোববার (০৭ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু বলেন, সরকার যদি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না আসে তাহলে সারা দেশে আন্দোলন কর্মসূচি ছড়িয়ে দেওয়া হবে।

তিনি বলেন, গ্যাসের দাম না কমালে ১৪ জুলাই রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। একই সঙ্গে সারা দেশের জেলা, উপজেলা ও থানায় থানায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরপরেও সরকার গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে ঢাকায় সমগ্র জেলার প্রতিনিধিদের নিয়ে সমাবেশ করে আগামী ১৯ জুলাই দেশব্যাপী লাগাতার আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান মোশারফ হোসেন নান্নু।

অর্ধ দিবস হরতাল কর্মসূচি বাস্তবায়নে রোববার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখেন প্রগতিশীল ছাত্রজোটসহ বাম দলের ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। দুপুর সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেন।

এ সম্পর্কিত আরও খবর