এরশাদ ভালো আছেন, এ কথা বলব না

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 22:16:10

হুসেইন মুহম্মদ এরশাদ ভালো আছেন এ কথা বলব না, তিনি জীবিত আছেন। তবে তিনি শঙ্কামুক্ত নন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

সোমবার (৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জিএম কাদের আরও বলেন, ‘সোমবার সকাল ১১টার দিকে ওনাকে দেখতে গিয়েছিলাম। চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে, তারা জানিয়েছেন ওনার অবস্থা অপরিবর্তিত রয়েছে। ঘুমের ওষুধ দেওয়ায় তিনি ঘুমাচ্ছেন।’

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত ওনার অবস্থার উন্নতি না হয়, ততক্ষণ লাইফ সাপোর্টে রাখা হবে। ওনার শরীরের অর্গানগুলো ভালো সাড়া দিচ্ছে। এটাকে চিকিৎসকরা ইতিবাচক মনে করছেন। উন্নতি হলে ধীরে ধীরে কৃত্রিম সাপোর্ট কমিয়ে দেওয়া হবে। আর যদি সাড়া না মেলে তাহলে অবনতি হয়েছে বলে ধরে নেওয়া হবে। তাতে শঙ্কা বাড়বে।’

‘যখন দেখেছি, তখন ওনার ডায়ালাইসিস চলছিল হেমো ডায়াফিল্টারিং মেশিন দিয়ে। রক্তে প্লাটিলেট কমে গেছে, প্রতিদিন ইনজেক্ট করতে হচ্ছে। তাকে কৃত্রিম উপায়ে খাবার দেওয়া হচ্ছে,’ যোগ করেন জিএম কাদের।

এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে জিএম কাদের আরও বলেন, ‘যতদিন জাতীয় পার্টির চেয়ারম্যান হাসপাতালে থাকবেন, প্রতিদিন দুপুরে ব্রিফিং করে তার স্বাস্থ্যের আপডেট জানানো হবে। আর যদি হঠাৎ কোনো পরিবর্তন হয়, তাহলে বিশেষ ব্রিফিং করে দেশবাসীকে জানানো হবে। যদি বিশেষ ব্রিফিং না করা হয়, তাহলে ধরে নেবেন, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। কোনো তথ্যে বিভ্রান্ত হবেন না।’

অনেক দিন ধরেই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন এরশাদ। ঠিক মতো হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেছেন। ২০ নভেম্বরের পর আর কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি। হাসপাতাল-বাসার মধ্যেই আবদ্ধ ছিলেন। গত ২৬ জুন অসুস্থতা বেড়ে গেলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। প্রথমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এরশাদকে। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আক্তার, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর