ডাকে সাড়া দিচ্ছেন এরশাদ

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 20:20:01

অন্য দিনের চেয়ে আজ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবস্থা কিছুটা ভালো মনে হয়েছে। ডাক দিলে সাড়া দিচ্ছেন, চোখ মেলে তাকাচ্ছেন বলেন জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকদের বরাত দিয়ে এ কথা জানান তিনি।

জিএম কাদের বলেন, ‘মঙ্গলবার সকাল ১১টায় ওনাকে দেখতে গিয়েছিলাম। সে সময় চিকিৎসকরা ওনাকে ডাক দিলে উনি চোখ মেলে আমার দিকে তাকিয়েছেন। ওনার কিডনি ফাংশন করে কিনা দেখার জন্য আজ ডায়ালাইসিস বন্ধ করা হয়েছে। প্রধান ইনফেকশনগুলো কমে এসেছে। তবে হজম প্রক্রিয়া কাজ করছে না বলে ভেইনের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘লিভারে বিলোরুবিনের মাত্রা কিছুটা বেড়েছে। রক্তে প্লাটিলেট দেওয়া হচ্ছে প্রতিদিনই। শারীরিক অবস্থার অবনতি হয়নি বরং কিছুটা উন্নতি হয়েছে। তবে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’

এরিক এরশাদকে হুমকি দেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘এ বিষয়ে আমার খুব বেশি ভালো জানা নেই। সে কারণে বিস্তারিত বলতে পারব না। তবে কোনো হুমকির ঘটনা ঘটলে থানাকে অবহিত করতে হয়। আমরাও তাই করেছি।’

অনেক দিন ধরেই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন এরশাদ। ঠিক মতো হাঁটাচলার শক্তি হারিয়ে ফেলেছেন। ২০ নভেম্বরের পর আর কোনো দলীয় কর্মসূচিতে অংশ নেননি। হাসপাতাল-বাসার মধ্যেই আবদ্ধ ছিলেন। গত ২৬ জুন অসুস্থতা বেড়ে গেলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। প্রথমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় এরশাদকে। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা, এসএম ফয়সল চিশতী, আলমগীর শিকদার লোটন, উপদেষ্টা পরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রমুখ।

অনেক দিন ধরেই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন এরশাদ। ঠিকমতো হাটা চলার শক্তি হারিয়ে ফেলেছেন। ২০ নভেম্বরের পর আর কোনো দলীয় কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় নি।হাসপাতাল-বাসার মধ্যেই আবদ্ধ ছিলেন।গত ২৬ জুন অসুস্থতা বেড়ে গেলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। প্রথমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থা আরও অবনতি হলে তাকে লাইফ সার্পোট দেওয়া হয়।

আরও  পড়ুন:


কৃত্রিম সাপোর্টে বেঁচে আছেন এরশাদ

এরশাদ ভালো আছেন, এ কথা বলব না

এ সম্পর্কিত আরও খবর