উন্নয়নের নামে ক্ষমতাসীনদের সুবিধা দেওয়া হচ্ছে: ফখরুল

, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 17:52:50

উন্নয়নের কথা বলে জনগণের পকেট থেকে যে টাকা বের করে নেওয়া হচ্ছে, তা গুটি কয়েক ক্ষমতাসীন দলের লোকদের সুবিধার্থে ব্যয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ইস্কাটনে অবস্থিত লেডিস ক্লাবে ডক্টটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ২০১৯ সালের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘চীন থেকে এসে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছেন, উন্নয়ন পেতে হলে গ্যাসের মূল্য মেনে নিতে হবে। অর্থাৎ মূল্য দিতে হবে। উন্নয়নের জন্য মূল্য দিতে হয়, কিন্তু সে মূল্য কার জন্য? সে মূল্য তো দিতে হবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য। কিন্তু আজকে উন্নয়নের কথা বলে যে টাকা জনগণের পকেট থেকে বের করে নেওয়া হচ্ছে সেই অর্থ ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র গুটি কয়েক ক্ষমতাসীন দলের লোকদের সুবিধার জন্য।’

তিনি আরও বলেন, ‘গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে বিদেশ থেকে এলএনজি আমদানির ভর্তুকি দেওয়ার জন্য। এই এলএনজি আমদানি করছে সরকারের সাথে যারা ওতোপ্রতভাবে জড়িত। তারা মন্ত্রী, উপদেষ্টা অথবা প্রিয়ভাজন। তাদের জন্যই এই বাড়তি খরচ করতে হচ্ছে জনগণকে।’

ফখরুল বলেন, ‘সরকার জোর করে ক্ষমতায় বসে আছে, সুতরাং জনগণের কাছে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। তাই গ্যাসের দাম বাড়ালেই বা কি, ইনকাম ট্যাক্সের পরিমাণ না বাড়লেই বা কি। এরা জনগণের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে। তাদের একটাই লক্ষ্য, শুধুমাত্র এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। প্রকৃত পক্ষে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা করতে চায়। গত এক দশকে তারা সমস্ত আয়োজনগুলোকে সেভাবেই সম্পন্ন করেছে। বাংলাদেশের সবচেয়ে কঠিন মুহূর্ত সম্ভবত এখন চলছে। আমরা যারা গণতন্ত্র বিশ্বাস করি, তারা আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। প্রতি মুহুর্তে, প্রতি পদক্ষেপে আমাদের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে।’

সরকার সুপরিকল্পিতভাবে এই দেশকে পরনির্ভরশীল করে তুলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘আজকে আমাদের দেশের শিক্ষিত যুবকরা চাকরি পায় না। কর্মসংস্থান নিচের দিকে নামছে। একদিকে উন্নয়নের কথা বলে অন্যদিকে আমাদের ছেলেদের চাকরি নেই। অথচ একই সময়ে ভারত থেকে কর্মীরা এসে ১০ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। এ থেকেই প্রমাণিত হয় বর্তমান সরকার প্রকৃত অর্থে জনগণের নয়।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়র কারাভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য, কিন্তু তিনি জামিন পাচ্ছেন না। এই ধরনের মামলাগুলোতে সবাই জামিনে আছে কিন্তু দেশনেত্রী জামিন পাচ্ছেন না। তার বিরুদ্ধে ৩৬টি মিত্যা মামলা দেওয়া হয়েছে। এমনো মামলা আছে যে, তিনি একই সময়ে তিনটি থানায় গিয়ে বোমা মেরেছেন। এগুলো থেকে একটা যিনিসই প্রমাণিত হয় যে তারা খালেদা জিয়াকে সবচেয়ে বেশি ভয় পায়। কারণ তারা (সরকার) জানেন তিনি গণতন্ত্রের প্রতিক।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড্যাবের সভাপতি হারুন আল রশির, আহব্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর