আ'লীগে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে চাই: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 05:40:41

দলের নেতাকর্মী নির্বাচনের প্রাথমিক সংগ্রহে আওয়ামী লীগ সর্তক ও সাবধান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেনন, 'দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে চাই, দূষিত রক্তের কোনো প্রয়োজন নেই। নির্বাচনে যেসব নতুন ও নবীন মুখ আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিয়েছে, নৌকার পক্ষে মিছিল করেছে তাদেরকে দলের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি আমাদের চিন্তা ভাবনা করতে হবে।'

বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'মনে রাখতে হবে আওয়ামী লীগের সদস্যপদ যাকে তাকে আমরা দিতে পারব না, নির্বাচনের জোয়ারে অনেকে আওয়ামী লীগের প্রচারণায় অংশ নিয়েছে, নৌকার পক্ষে মিছিল করেছে কিন্তু আমরা শুধু তাদের বিবেচনায় নিতে পারব। আমাদের নীতি আদর্শ কতটা অনুমোদন করবে, সেটা আমাদের ভাবতে হবে। চিহ্নিত সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। চিহ্নিত দুর্নীতিবাজ কেউ আওয়ামী লীগের সদস্য হতে পারবে না। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক শক্তি কেউ আওয়ামী লীগের লীগের সদস্য পদ পারবে না।'

দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো মন্তব্য করে তিনি বলেন, 'আমাদের কোয়ালিটির উপর গুরুত্ব দিতে হবে; কোয়ালিটি আমাদের প্রথম অগ্রাধিকার। জনগণের কাছে যাদের ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন, জনগণের কাছে যারা ভালো মানুষ হিসেবে গ্রহণযোগ্য নয়। এসব লোকের আওয়ামী লীগের প্রয়োজন নেই।'

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'খারাপ লোক থেকে দলকে মুক্ত করে, দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে চাই; দূষিত রক্ত কোন প্রয়োজন নেই। পার্টি শৃঙ্খলার বিষয়ে ভাবতে হবে। শৃঙ্খলা ছাড়া দলের গতিশীলতা দলের কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়। কাজেই আমাদের যেকোনো মূল্যে দলের অভ্যন্তরে ছোট খাটো কলহ কোন্দল এবং শৃঙ্খলা জনিত সংকট আছে সমাধানে খুবই মনোযোগী হতে হবে।'

পদ্মা সেতু নিয়ে গুজবকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, 'আজকে দেখুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক গুজব। গুজবের ডালপালা আজকে বিস্তার করছে। পদ্মা সেতু হচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নে এটা যারা সইতে পারে না, এটা তাদের গায়ে জ্বালা ধরিয়ে দিয়েছে। তাই এখন বলে, পদ্মা সেতুর জন্য নাকি লাখের বেশি মানুষের মাথা আর রক্তের প্রয়োজন, এরকম উদ্ভট উন্মাদদের বক্তব্য। এসব অপপ্রচার বিরুদ্ধে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সজাগ হতে হবে। সর্বমুখী যুদ্ধে লিপ্ত হতে হবে। শুধু রাজপথে স্লোগানে নয়; আজকে সাইবার অ্যাটাকেও কাউন্টার দিতে হবে।'

এ সময় অপশক্তির অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, 'আপনারা বিভ্রান্ত হচ্ছেন-পদ্মা সেতুর জন্য মানুষের কল্লার (মাথার) দরকার; রক্তের দরকার- এসব নিয়ে তারা অপপ্রচার করে। কী নির্মম নিষ্ঠুর এদের রাজনীতি। এরা রাজনীতির আন্দোলনে ব্যর্থ; নির্বাচনেও ব্যর্থ। এখন শুরু করেছে অপপ্রচার। অপপ্রচার ছাড়া তাদের আর কোনো পুঁজি নেই। এই অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।'

সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

এ সম্পর্কিত আরও খবর