কান্না ধরে রাখতে পারলেন না জিএম কাদের

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 06:22:38

জানাজায় ভাইয়ের সম্পর্কে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জিএম কাদের। এ সময় জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীরাও কান্নায় ভেঙে পড়েন।

রোববার (১৪ জুলাই) বাদ জোহর সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে সাবেক রাষ্ট্রপতি ও জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজার সময় এমন পরিস্থিতির অবতারণা হয়। মিনিট খানেক পর জিএম কাদের আবার কথা বলা শুরু করেন।

কান্না জড়িত কণ্ঠে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে। আমার বড় ভাইয়ের সব কাজে হয়তো সকলেই খুশি হতে পারেননি। কেউ হয়তো অসন্তুষ্ট হয়ে থাকতে পারেন, কষ্ট পেয়ে থাকতে পারেন। তাদের কাছে আমি ওনার জন্য ক্ষমা চাচ্ছি, মাফ চাচ্ছি। আপনাদের কাছে হাতজোড় করে অনুরোধ করছি কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে মাফ করে দেবেন।’

আরও পড়ুন: যেভাবে রাষ্ট্রপতি হন এরশাদ  

তিনি আরও বলেন, ‘উনার কাছে যদি কারও কোনো পাওনা থেকে থাকে, তবে উপযুক্ত প্রমাণসহ হাজির হলে আমরা পরিশোধ করে দেব।’

এর আগে সেরাবাহিনীর পক্ষ থেকেও এরশাদের জন্য দোয়া ও ক্ষমা চাওয়া হয়।

আরও পড়ুন: এরশাদের নয় বছরের উন্নয়ন

রোববার সকাল পৌনে ৮ টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

এ সম্পর্কিত আরও খবর