‘‌সেই’ আ.লীগ নেতা বহিষ্কার

আওয়ামী লীগ, রাজনীতি

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-10 14:24:29

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে জাতীয় দিবসের আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে দাবি করে ইউএনওর বিরুদ্ধে মামলা করা বরিশালের অতি উৎসাহী ‘সেই’ নেতা বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজুকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওয়াদুল কাদের জানান, তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, কারণ দর্শাও নোটিস শিগগিরই বরিশালে পাঠিয়ে দেয়া হবে। সন্তোষজনক জবাব না পলে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে তাকে। এর আগে বৃহস্পতিবার বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে ইউএনও তারিক সালমানকে গ্রেপ্তারের ওই ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বিস্মিত হয়েছেন বলে জানান তার উপদেষ্টা এইচ টি ইমাম। জানা যায়, তারিক সালমান বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকাকালীন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে ছাপিয়েছিলেন’ অভিযোগ করে গত ৭ জুন মামলা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়েদ উল্লাহ সাজু। ওই মামলায় সমন জারির প্রেক্ষাপটে নির্ধারিত দিন বুধবার আদালতে হাজির হন তারিক সালমান। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বরিশালের মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. আলী হোসাইন। তবে দুই ঘণ্টা পর একই বিচারক ইউএনও তারিকের জামিন মঞ্জুর করেন। আ.লীগ নেতার করা ওই মামলায় বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালমানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, গণ মাধ্যমে এমন ছবি প্রকাশ ও তার কয়েক ঘণ্টা হাজতবাস নিয়ে সংবাদ হলে আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাজু। বঙ্এগবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ প্রসঙ্গে তারিক সালমান বলেন, স্বাধীনতা দিবসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্য থেকে এক শিশুর আঁকা জাতির জনকের ছবি ব্যবহার করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ছাপা হয়। এর উদ্দেশ্য ছিল ছবি আঁকার প্রতি তাদের আগ্রহী করে তোলা ও বঙ্গবন্ধুর প্রতি শিশুদের ভালবাসা সৃষ্টি করা।

এ সম্পর্কিত আরও খবর