পার্টির ফোরাম বিরোধী দলীয় নেতা নির্বাচন করবে

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-22 03:38:31

পার্টির ফোরামে বসে বিরোধী দলীয় নেতা নির্বাচন করা হবে। বিষয়টি অনেকটা স্পিকারের উপর নির্ভরশীল, তবে জাতীয় পার্টির পক্ষ থেকে সুপারিশ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে সংসদের বিরোধীদলীয় নেতা কে হবেন এমন প্রশ্নে জবাবে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদকে প্রাকৃতিক দুর্যোগের সুদক্ষ ব্যবস্থাপক বলা হয়। উনি বেঁচে থাকলে আজকে বন্যা কবলিতদের পাশে ছুঁটে যেতেন। আমরা জাতীয় পার্টিরসহ সর্বস্তরের জনগণকে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্ত্যদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। পার্টির পক্ষ থেকে টিম গঠন করে অচিরেই বন্যার্ত্যদের পাশে দাঁড়ানো হবে।

ডেঙ্গু প্রতিরোধে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান জিএম কাদের।

রংপুরের উপনির্বাচন প্রশ্নে জিএম কাদের বলেন, এ বিষয়ে আমরা এখনও কোনো সিদ্ধান্ত গ্রহন করিনি। গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড চুড়ান্ত করবে প্রার্থী।

জিএম কাদের বলেন, মিডিয়ার ভূমিকার কারণে কোনো গুজব মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। দেশের মানুষ সঠিক তথ্য জানতে পেয়েছেন। একজন রাষ্ট্রনায়ক হিসেবে উনি আপনাদের কাছে যা পেয়ে গেলেন এ দেশের ইতিহাসে এক বিরল ঘটনা হয়ে থাকবে। টানা ষোলো দিন উপস্থিত হয়ে, কোনো বরেন্দ্র ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে এভাবে প্রচার হয়েছে বলে আমার মনে পড়ে না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার, রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর