রাজপথ দখলের নেওয়ার সময় এসে গেছে: ফারুক

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-27 06:27:18

রাজপথ দখলে নেওয়ার সময় এসে গেছে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাস্তায় নামি, রাজপথ প্রকম্পিত করি।

শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নিয়ে নাটকীয়তার প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অপরাজেয় বাংলাদেশ নামে একটি সংগঠন।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, ১৬ কোটি মানুষের প্রাণের নেত্রীর মুক্তির আন্দোলন বেগবান করতে সহসাই কর্মসূচি নেওয়া হবে। গতকাল বরিশালের মহাসমাবেশে দেশবাসী লক্ষাধিক লোকের সমাগম দেখেছে। আগামীকাল চট্টগ্রামে হবে, ২৫ তারিখ হবে খুলনায়। সেগুলোতেও লাখো লোকের সমাগম ঘটবে। আশা করব সরকার খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে। তা না হলে সারাদেশে যে তীব্র আন্দোলন গড়ে উঠবে সেই আন্দোলনের তোড়ে অবৈধ সরকারের গদি নড়ে যাবে।

তিনি বলেন, ক্ষমতাসীন দলের অত্যাচার-নির্যাতন-গুম-খুনে জর্জরিত বিএনপি। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী— সেই নেত্রী আজ মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে। যতই অত্যাচার হোক, যতই নির্যাতন হোক, যতই মামলা-হামলা হোক বিএনপির ঐক্য আরও জোরদার হচ্ছে। বিএনপির ভিত আরও শক্তিশালী হচ্ছে।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, সরকার আমাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার করছে, হত্যা-নির্যাতন করছে। ২৫ লাখের অধিক মামলা বহন করে আমাদের নেতাকর্মীরা জীবনযাপন করছেন।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ফরিদা মনি শহীদুল্লাহ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম রফিকুল ইসলাম রিপন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর