ত্রাণ নিয়ে বন্যার্তদের কাছে যাবে জাতীয় পার্টি

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 18:12:06

বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাবে জাতীয় পার্টি। দ্রুত সময়ের মধ্যে টিম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২০ জুলাই) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পার্টির জরুরি যৌথসভায় এ সিদ্ধান্ত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের সর্বনিম্ন দুই মাসের চাঁদার সমপরিমাণ টাকা ত্রাণ ফান্ডে জমা দেওয়ার নির্দেশ দেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সভায় মহাসচিব মসিউর রহমান রাঙ্গা দলের সংসদ সদস্যদের এক লাখ টাকা করে দেওয়ার অনুরোধ করেন। তার এ প্রস্তাবে অন্যরা সমর্থন জানান। যমুনা গ্রুপের কর্ণধার সংসদ সদস্য সালমা ইসলাম পাঁচ লাখ টাকা এবং প্রেসিডিয়াম সদস্য এমএ মান্নান, সোলায়মান আলম শেঠসহ অনেকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

সভায় অনেকে ১৯৮৮ সালের বন্যায় হুসেইন মুহম্মদ এরশাদের বন্যা দুর্গতের পাশে দাঁড়ানোর সেই প্রশংসনীয় উদ্যোগ স্মরণ করেন। তারা এবারও তেমন জোরালো উদ্যোগ নেওয়ার সুপারিশ করেন।

জাতীয় পার্টির জরুরি যৌথসভা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

 

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কর্মসূচি গ্রহণের জন্য ডাকা এ সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য, অঙ্গ, সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক ও মহানগর জাতীয় পার্টির থানাগুলোর সভাপতি, সম্পাদকদের ডাকা হয়েছে।

সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম, সংসদ সদস্য সহিদুর রহমান টেপা, সংসদ সদস্য সুনীল শুভরায়, সংসদ সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ছাত্র সমাজ নেতা ফয়সাল দিদার দীপু প্রমুখ।

জিএম কাদের চেয়ারম্যান হওয়ার পর এটাই প্রথম যৌথসভা। সভার শুরুতে জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর