মন্ত্রী-এমপিদের দায়িত্বশীল বক্তব্য দিতে বললেন কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 02:24:34

ডেঙ্গু, ছেলেধরা গুজব ও বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রী, সংসদ সদস্য ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৬ জুলাই) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

ডেঙ্গু ও রোহিঙ্গাদের জড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন যে বক্তব্য রেখেছেন সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ’সেটি তাদের নিজস্ব বক্তব্য। এর সঙ্গে সরকার বা আওয়ামী লীগের কোনো যোগসূত্র নেই। সকল মন্ত্রী, সংসদ সদস্য, দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানাব বেশী কথা না বলে কাজে মনোনিবেশ করতে।’

তিনি বলেন, ডেঙ্গু যে শুধু বাংলাদেশে হচ্ছে এমন নয়। শ্রীলংকাসহ বিভিন্ন দেশে এর ব্যাপক প্রকোপ রয়েছে। এটি আন্তর্জাতিক একটি সমস্যা। তবে এ রোগ থেকে পরিত্রাণ পেতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে সিরিয়াস হওয়ার জন্য। এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবার দায়িত্ব আছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি মনিটরিং টিম কাজ করছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও কাজ করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের জনপ্রিয়তা সম্প্রতি আরো বেড়েছে, যা এক জরিপ থেকে বেরিয়ে এসেছে। শেখ হাসিনার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তিনি দেশের প্রতিটি বিষয়ে সিরিয়াস। আমরা কেউ কেউ মাঝে মধ্যে দায়িত্বহীন কথা বলে ফেলি।

এ প্রসঙ্গে কাদের আরও বলেন, কারো ব্যক্তিগত বক্তব্যে প্রধানমন্ত্রী ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার প্রশ্নই আসে না।

ছেলেধরা গুজব ও গণপিটুনীর বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গুজবের কারণে যে গণপিটুনি শুরু হয়েছিলো তা অনেকটা কমে গেছে। আইনশৃঙ্খলার অবনতির যে প্রবণতা দেখা দিয়েছিলো তা বন্ধ হয়েছে। সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের সকল ইউনিটকে দেশের সকল পর্যায়ে গুজবের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা-সমাবেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক সংশ্লিষ্টতাকে ইঙ্গিত করে তিনি বলেন, গণপিটুনীর গুজব প্রথম সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। এতে কোনো যোগসূত্র আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। কারো যোগসূত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নিবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর সংখ্যার বিষয়ে কোনো ষড়যন্ত্র আছে তা বলতে চাই না। এটি এডিস মশা কামড়ে হচ্ছে। তবে এ বিষয়ে কেউ গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গ, ছেলেধরা গুজব ও বন্য পরিস্থিতি নিয়ে গুজব ছড়ানো বাদ দিয়ে দল-মত নির্বিশেষে সকলকে দেশবাসীর পাশে দাড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের।

প্রিয়া সাহার ব্যপারে সরকারের ওপর মার্কিনিদের চাপ আছে কি-না এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, চাপ থাকার প্রশ্নই আসে না। কোনো একটি স্বার্থান্বেসী মহল প্রিয়া সাহাকে দিয়ে এটি করাতে পারে। তবে যুক্তরাষ্ট্র জড়িত নেই-এটি বলতে পারি। ওবায়দুল কাদের আরো বলেন, প্রিয়া সাহা এখন আর কোনো বিষয় না। এটি নিয়ে আর কিছু বলতে চাই না। আগেই বলেছি যে মশা মারতে কামান দাগানোর দরকার পড়ে না।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে,  আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধনমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর