ত্রাণের নামে লুটপাটে নেমেছে সরকার: ফখরুল

বিএনপি, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-30 10:43:57

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে এখন ত্রাণের নামে লুটপাটে নেমেছে সরকার। ত্রাণের জন্য পানিবন্দি পরিবার মারা গেলেও সরকারের মন্ত্রী ও এমপিরা খোঁজ নেন না। বন্যার পানিতে ভাসছে দেশের মানুষ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ গিয়ে বসে রয়েছেন।’

শনিবার (২৭ জুলাই) লালমনিরহাটের হাতীবান্ধায় বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে এখন নানা রকম গুজব ছড়াচ্ছে, সরকার ডেঙ্গু দমনে ব্যর্থ হয়ে ছেলেধরার গুজবের মতো ডেঙ্গু আক্রান্তকে গুজব বলছে। ডেঙ্গুতে মানুষ মরছে আর তারা বলছেন, এ গুজব নাকি বিএনপির যড়ষন্ত্র।’

তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা এখন নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছেন। সরকার পরিকল্পিত হামলা-মামলা দিয়ে জুলুম-নির্যাতন করে জেলে রাখছে। তারপরও বিএনপি মানুষের পাশে আছে, থাকবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আইনের বদলে যখন মানুষকে গুলি করে হত্য করে, তখন দেশের মানুষ আইনকে বিশ্বাস করতে পারে না। যে দেশে সন্তানের সামনে মাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, সেই দেশে আইনের শাসন আছে বলে আমার মনে হয় না।’

খালেদা জিয়ার মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে ১৬ মাস জেলে রেখে নির্যাতন করে অসুস্থ বানিয়েছে সরকার। বর্তমানে তিনি (খালেদা জিয়া) হাঁটতে পারেন না, ঠিকভাবে কথা বলতে পারছেন না।’

বন্যায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে বিএনপি। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটে ত্রাণ বিতরণ শেষে কুড়িগ্রাম জেলায় ত্রাণ বিতরণ করবেন বলেও জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা।

এ সম্পর্কিত আরও খবর