‘স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়রের ব্যর্থতায় ডেঙ্গুর মহামারী’

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 23:50:19

ডেঙ্গু নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেছেন, ‘এগুলোকে তারা গুজব বলে উড়িয়ে দিতে চেয়েছিল। তাদের এই ব্যর্থতা এবং অবহেলার কারণেই ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করেছে।’

সোমবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ বলেন, ‘সরকার তাদের ব্যর্থতা আড়াল করার জন্য কথায় কথায় সব ঘটনাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে।’

তিনি আর বলেন, ‘বর্তমান আমাদের সবচেয়ে বড় সমস্যা বন্যা এবং ডেঙ্গু জ্বর। এই দুটি মোকাবিলায় সরকার তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডেঙ্গু জ্বর নতুন কিছু নয়, আমিও স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখনো ডেঙ্গু জ্বর হয়েছে। কিন্তু আমাদের পূর্ব প্রস্তুতি ছিল। এই সরকার, স্বাস্থ্যমন্ত্রী ও দুই মেয়র ব্যর্থতার পরিচয় দিয়েছে। এগুলোকে তারা গুজব বলে উড়িয়ে দিতে চেয়েছিল। তাদের এই ব্যর্থতা এবং অবহেলার কারণেই ডেঙ্গু জ্বর আজকে মহামারী আকার ধারণ করেছে।’

দেশের সকল মানুষ খালেদা জিয়ার মুক্তি চায় দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া কেনো কারাগারে? বর্তমানে অবৈধ প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন খালেদা জিয়া বাইরে থাকলে তার একনায়কতন্ত্র সম্ভব না। সেই কারণে তিনি কারাগারে। প্রধানমন্ত্রী কিছুদিন আগেও লন্ডনে গিয়েছিলেন। সেখানে স্থানীয় আ. লীগ নেতার সাথে টেলিফোনে বলেছিলেন তারেক রহমান যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার মা সারাজীবন কারাগারে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘এই কথা বলে তিনি প্রমাণ করেছেন, এখানে আইন-আদালত নয়, শেখ হাসিনা আমাদের নেত্রীকে জোর করে কারাগারে রেখেছেন। কারণ, একটাই একনায়কতন্ত্র কায়েম করা। সারা দেশের মানুষ আওয়াজ তুলেছে দেশনেত্রীর মুক্তির।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি মীর সানাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকীস জাহান শিরীন, জাসাসের সভাপতি ড. মামুন আহমেদ, জাসাসের সহ সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর