ত্রাণ বিতরণে বিএনপি নেতাদের ধন্যবাদ জানালেন নাসিম

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 12:46:01

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করায় বিএনপি নেতাদের ধন্যবাদ জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, ‘দেরিতে হলেও বিএনপির নেতৃবৃন্দ ত্রাণ দিতে নেমেছেন। ধন্যবাদ। আপনারা কাজ শুরু করেছেন।’

সোমবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'গুজব, ডেঙ্গু ও সামাজিক অবক্ষয় রোধে করণীয়' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গণ-আজাদী লীগ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে।

বিএনপিকে উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা সভা-সমাবেশ বাদ দিয়ে মাঠে নেমেছেন ভালো কথা। কাজ করেন, মানুষের সাহায্য হোক আমরা চাই। কিন্তু একটা কথা বলতে চাই, সব কাজে আমাদের সহযোগীতা করেন।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু মশা তো দেখে-শুনে কামড়ায় না, সবাইকেই কামড়ায়। তাই বিএনপিকে অনুরোধ করব- রাজনীতি করার করেন, কিন্তু ডেঙ্গু নিয়ে নয়। ডেঙ্গু নিয়ে ব্যর্থ হলে সকলে আলোচনা করার দরকার নাই, এটা নিয়ে কেনো রাজনীতি করেন বলেন? কি দরকার? আপনারা দয়া করে এরকম রাজনীতি বাদ দিয়ে সরকারের সহযোগীতা করেন। পরামর্শ দেন। মেয়র, মন্ত্রী সবাই কাজ করছি। এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় থেকেও পরামর্শ দিচ্ছেন।’

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে কাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু সমন্বয়ের অভাব আছে। আজকে ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যদি আওয়ামী লীগের, ১৪ দলের নেতাকর্মীরা এবং কাউন্সিলররা যদি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মশা নিধনে অংশগ্রহণ করে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালায় তাহলে দেখবেন আগামী দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে।’

তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক মিছিল, সমাবেশসহ অনেক কিছু করি, কিন্তু আগামী ১৫টা দিন দেশ-জনগণের স্বার্থে কেন্দ্রীয়ভাবে এই কাজগুলো করি তাহলে পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। প্রতিদিন দেখছি ডেঙ্গু বাড়ছে। যতো কাজই করি না কেনো এর বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে করলে কিছু হবে না। এটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে যাচ্ছে। আমরা জনগণের জন্য কাজ করি, সকল নেতাকর্মীদের বলব আপনারা সিদ্ধান্ত নিয়ে প্রতিদিন ভোর থেকে অভিযান চালান। স্প্রে মেশিন কেনেন, সিটি করপোরেশনের সাহায্য নেন। পাড়া মহল্লা পরিষ্কার রাখেন।’

আয়োজক সংগঠনের সভাপতি এস কে সিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- সাবেক খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংগঠনের মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর