সরকার সবকিছুকে গুজব বলছে: আমির খসরু

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 10:23:58

ডেঙ্গু, বন্যা, ধর্ষণ, শিশু নির্যাতনসহ সবকিছুকে সরকার গুজব বলে চালিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ভবনের তৃতীয় তলার স্বাধীনতা হলে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘খালেদা জিয়ার জামিন বার বার বাধাগ্রস্ত করার প্রতিবাদ‘ শীর্ষক সভার আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামের একটি সংগঠন।

আমির খসরু বলেন, 'কোনটা গুজব? ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এটা কি? প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে, এটা কি গুজব? শিশুদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে, এটা কি? শেয়ারবাজার থেকে গত দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে, এটা কি গুজব? ব্যাংক লুট করে খালি করে দেওয়া হয়েছে, এটা কি গুজব?’

তিনি বলেন, 'সরকারের কাছে তো সবকিছু গুজব বলে উড়িয়ে দেওয়া ছাড়া কোনো পথ নেই। তারা সবকিছু নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে তারা আজকে যাদেরকে দিয়ে ক্ষমতা দখল করে আছে, তাদের মাধ্যমে দেশ পরিচালনা করা সম্ভব নয়। তারা দেশের মালিক হয়ে গেছে, জনগণ আর দেশের মালিক নেই।’

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, 'সরকারের মন্ত্রীরা বলছেন, বিএনপির অফিস নাকি গুজবের ফ্যাক্টরি। সমস্যাটা হচ্ছে যারা আজকে জনগণকে বাইরে রেখে উন্নয়নের নামে ক্ষমতা দখল করেছে, তারা জনগণের সম্মুখীন হতে পারছেন না। জনগণের কাছে তারা জবাবদিহি করতে চান না। এই সমস্যার সমাধান তারা কোনোভাবেই দিতে পারবেন না। সেটির জন্য তারা গুজব বলে সবকিছু চালিয়ে দিতে চাচ্ছেন।’

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপির এই নেতা বলেন, 'দেশনেত্রীর মুক্তি বাংলাদেশের প্রতিটা মানুষ এখন এক বাক্যে চাচ্ছে। আমি শুধু এটুকুই বলব, খালেদা জিয়ার মুক্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশা করা যায় না। বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দি নির্যাতিত নেতারা যেভাবে গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছেন, খালেদা জিয়ার মুক্তিও একই প্রক্রিয়ায় হবে।’

আয়োজক সংগঠনের উপদেষ্টা অ্যাড. নাসির হাজারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর