ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের ‘অ্যাকশন প্রোগ্রাম’ শুরু

আওয়ামী লীগ, রাজনীতি

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 18:27:57

রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু রোগের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা প্রতিরোধ ও ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে তিন দিনব্যাপী ’অ্যাকশন প্রোগ্রাম’ নামে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বুধবার (৩১ জুলাই) রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় সংলগ্ন লেকপাড় থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কর্মসূচির উদ্বেধনকালে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে একশান প্রোগ্রাম শুরু করেছে। ডেঙ্গুকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। তাই ডেঙ্গু প্রতিরোধে শুধু ঢাকা নয়, দেশের সকল বিভাগ ও জেলা শহর ছাড়াও উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেবে। আজ থেকে রাজধানী ঢাকাসহ সকল এলাকার ওয়ার্ড পর্যায়ে এ কর্মসূচি চলবে।’

ডেঙ্গুকে প্রাণঘাতী উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘ভয়ঙ্কর এ রোগ প্রতিরোধে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সকলকে অনুরাধ করব, আপনাদের আবাসস্থল ও কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এডিস মশা যেন কোথাও দাঁড়াতে না পারে। মশার আবাসস্থল ধ্বংস করুন।’

বিভিন্ন চিকিৎসাসেবা কেন্দ্র ও ডায়াগনস্টিক সেন্টারের পতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত যারা এখন রক্ত পরীক্ষা করতে যাচ্ছে তাদের থেকে ১০০ টাকা করে নিতে হবে। গরিব মানুষের পক্ষে ৫০০ টাকা দেওয়া অসম্ভব। সবাইকে এখন মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘আমরা অনেক বড় বড় শত্রুর বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছি। ডেঙ্গু মানুষের থেকে তো আর শক্তিশালী না। তাই ডেঙ্গু প্রতিরাধে আমরা জয়ী হব। একশান প্রোগ্রাম আমাদের জন্য চ্যালেঞ্জ।’

’পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন সমাজ- ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ স্লোগানে এ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক ছাত্রলীগ নেত্রী মারুফা আক্তার পপি প্রমুখ।

মশা মারার ফগার মেশিনসহ বিভিন্ন পরিচ্ছন্নতা সরঞ্জাম নিয়ে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করোপারেশনের প্রায় অর্ধশত পরিচ্ছন্নতাকর্মী ও দায়িত্বরত কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও খবর