ডেঙ্গু প্রতিরোধে সরকার ব্যর্থ: ড.কামাল

বিবিধ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 22:49:37

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, 'সরকার ডেঙ্গুর ভয়াবহতা সঠিকভাবে অনুধাবন করতে পারেনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে।'

বুধবার সন্ধ্যায় (৩১ জুলাই) গণমাধ্যমে পাঠান এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'ডেঙ্গুর মহামারী আকার ধারণে জনগণ অত্যন্ত উদ্বিগ্ন ও আতঙ্কগ্রস্ত। সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার দুই মেয়র সহ সংশ্লিষ্ট দফতরগুলোর অবহেলা অমার্জনীয়। স্বাস্থ্য মন্ত্রী ও ঢাকার দুই মেয়রের ভূমিকা নিন্দনীয়। সরকারের নির্লিপ্ততা ও উদাসীনতায় হাইকোর্ট ডেঙ্গুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ঔষধ আমদানির ব্যাপারে নির্দেশনা দিচ্ছে, তা কারো কাম্য ছিল না।'

এ সময় প্রবীণ এই আইনজ্ঞ ও রাজনীতিবিদ, সরকারকে অবিলম্বে ডেঙ্গুর রোধে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও জনগণকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর