'মশা মারতে ওষুধ নয়, কেরোসিন ব্যবহার করেছেন ঢাকার মেয়ররা'

জাতীয় পার্টি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-23 11:28:36

মশক নিধনে ওষুধের পরিবর্তে ঢাকার দুই সিটি করপোরেশন মেয়র কেরোসিন ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে রংপুরের পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

সাবেক এই মন্ত্রী বলেন, 'ঢাকার দুটি সিটি করপোরেশনের মেয়র সাহেবরা মশক নিধনের ওষুধ সরবরাহের নামে কেরোসিন তেল সরবরাহ করেছেন। ফলে ডেঙ্গু প্রতিরোধে ওষুধের কোনো কার্যকারিতা না থাকায় এখন ডেঙ্গু জ্বরের প্রকোপ মহামারি আকারে দেখা দিয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মেয়র ব্যর্থ। তাদের আমদানি করা ওষুধের বিষয়ে উচ্চ পর্যায়ে তদন্ত করা জরুরি।'

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা প্রসঙ্গে মসিউর রহমান রাঙ্গা বলেন, 'প্রার্থী নির্ধারণ করার জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক মনোনয়ন প্রত্যাশীদের বিগত দিনের অবদান ও কর্মকাণ্ড পর্যালোচনা করবে। তারা সম্ভাব্য তালিকা তৈরির পরেই দল প্রার্থী চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত নেবে।'

এর আগে তিনি রংপুরে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে শায়িত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর