খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি নেই

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 20:20:52

বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে দলটির পক্ষে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। তবে জন্মদিনের পরের দিন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে বলে জানিয়েছে বিএনপি।

বুধবার (১৫ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক সংবাদ সম্মেলনে বলেন, ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৫তম জন্মদিন। ১৬ আগস্ট শুক্রবার ঢাকাসহ সারাদেশে তার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

জানা গেছে, ১৯৪৫ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার। তবে তার জন্মদিনের এ তারিখ নিয়ে রয়েছে নানা বিতর্ক। এই বিতর্কের জেরে গত বছর থেকে জন্মদিন পালনে আনুষ্ঠানিক কোন কর্মসূচি দেয় না বিএনপি।  

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দায়ে কারাবন্দী হন সাবেক এ প্রধানমন্ত্রী। বর্তমানে কারাবন্দী অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর