পরনির্ভরশীলতায় দেশকে বহুদূর এগিয়ে নিয়েছে সরকার: ফখরুল

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 09:34:49

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একসময় পাট শিল্প ধ্বংস করা হয়েছে, এখন ধ্বংস করা হচ্ছে চামড়া শিল্পকে। সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল করার কাজ সরকার বহুদূর এগিয়ে নিয়ে গেছে।

তিনি বলেন, 'তারা শুধুমাত্র জনগণের ওপর অত্যাচার-নির্যাতনই চালাচ্ছে তা নয়, এ দেশকে পরনির্ভরশীল করার চক্রান্তেও সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।'

শুক্রবার (১৬ আগস্ট) নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'কোরবানি ঈদের পরে চামড়া খাত থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। কিন্তু সেটাকে অত্যন্ত পরিকল্পিতভাবে এই সরকার ধ্বংস করে দিয়েছে।'

 

দেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে বিএনপি'র এই নেতা বলেন, দেশনেত্রীকে (খালেদা জিয়াকে) ইচ্ছাকৃতভাবে তারা (সরকার) কারাগারে আটক করে রেখেছে। কারণ তিনি যদি বাইরে থাকতেন তাহলে দেশের অর্থনীতিকে যে পরনির্ভরশীল করে ফেলা হচ্ছে, অর্থনীতিকে ফোকলা করে ফেলা হচ্ছে তা সম্ভব হতো না।'

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, নুরে আরা সাফা, শিরিন সুলতানা সহ দলের নেতা কর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর