বিএনপি গত দেড় বছরে দেড় মিনিটও আন্দোলন করেনি: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 23:59:33

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'গত দেড় বছরে দেড় মিনিটও রাজপথে আন্দোলন করতে পারেনি বিএনপি। আদালতে ব্যর্থ হয়ে বেগম জিয়াকে এখনো মুক্ত করতে পারেনি তারা। সকল কিছুতে ব্যর্থ হয়ে, বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে গিয়ে কান্নাকাটি করে নালিশ করছে। এখন নাকি তারা আবার জাতিসংঘেও ধরনা দেবে।'

সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে মিরপুরের ঝিলপাড় বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি আদালত ও রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে দেশের জনগণের সমর্থন লাভেও ব্যর্থ হয়ে এখন বিদেশিদের কাছে ধরনা দেওয়া ছাড়া তাদের আর কোনো অবলম্বন নেই।'

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'অগ্নিকাণ্ডের ঘটনাস্থল দেখতে এসে রিলিফ দেওয়ার নামে মির্জা ফখরুল আমাদের সরকার ও স্থানীয় সংসদ সদস্যদের নামে বিষোদগার করে গেছেন। জনগণ বড় বড় বক্তৃতা শুনতে চায় না, আশ্বাসও শুনতে চাই না, চাই সহযোগিতা। আপনারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেননি। শুধু এসে বক্তৃতা করে গেছেন।'

সেতুমন্ত্রী বস্তিবাসীকে আশ্বস্ত করে বলেন, 'আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা এই ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে আছি। যতদিন পর্যন্ত না পুনরায় আপনাদের পুনর্বাসন করা না যায়। ততদিন পর্যন্ত আমরা আপনাদের ত্রাণ সহ সকল ধরনের সহযোগিতা করব। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে আছে।'

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, 'ঈদের সময় বেশ কিছু কারণে সড়কে দুর্ঘটনা ঘটে থাকে। পরিবহনের পাশাপাশি বাড়তি ভাড়ার আশায় ছোট ছোট গাড়িগুলো সড়কে নেমে পড়ে। এছাড়া পরিবহনগুলো বেশি টাকার জন্য অনেক সময় বাড়তি টিপস নেয়, ফলে অনেক সময় সড়ক দুর্ঘটনা ঘটে। তবে মহাসড়কে ছোট ছোট গাড়িগুলোর জন্য যেমন দুর্ঘটনা ঘটে, একই সঙ্গে মৃত্যুর হারও বেড়ে যায়। আমরা দু একদিনের মধ্যেই বসব এবং কী কারণে এবার সড়কে দুর্ঘটনা ঘটেছে এসব বিষয়গুলো খতিয়ে দেখা হবে।'

এ সম্পর্কিত আরও খবর