জাতীয় মহিলা পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 03:05:59

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামকে সভানেত্রী এবং প্রেসিডিয়াম সদস্য নাজমা আকতারকে সাধারণ সম্পাদিকা করে জাতীয় মহিলা পার্টির ২৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার সুপারিশক্রমে এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন নূর-ই-হাসনা লিলি চৌধুরী, নাসরিন জাহান রতনা এমপি, শেরিফা কাদের, অধ্যাপিকা মাসুদা এম রশীদ চৌধুরী এমপি, মেরিনা রহমান, মাহজাবীন মোরশেদ, খুরশীদ আরা হক, শাহানারা বেগম, সৈয়দা পারভীন তারেক, ফরিদা শিকদার, অ্যাডভোকেট লাকী বেগম, হেনা খাঁন পন্নী, রাজিয়া সুলতানা, পারভীন ওসমান, আলেয়া বেগম, অনন্যা হোসেন মৌসুমী, কাজী সুফিয়া বেগম, সফুরা বেগম।

সিনিয়র সহ-সভানেত্রী করা হয়েছে রওশন আরা মান্নান এমপি-কে, সহ-সভানেত্রী—রিতু নূর, ডা. সেলিমা খাঁন, মাহমুদা রহমান মুন্নী, মনোয়ারা তাহের মানু, আমিনা হাসান, জাহানারা মুকুল, শারমিন পারভীন লিজা, নুরুন নাহার বেগম, শারমীন আক্তার, নিগার সুলতানা রানী, অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, মিনি খাঁন, পারভীন হোসেন, হাসনা হেনা, বিউটি বেগম, জেসমিন নূর বেবী প্রিয়াংকা, শিরিন চৌধুরী, ইয়াসমিন চৌধুরী, তৌফিকুননেছা লাকী, চিনু বেগম, পারুল সুপারি সুফিয়া।

যুগ্ম-সাধারণ সম্পাদিকা—জোস্না আক্তার, তাসলিমা আকবর রুনা, লাবনী হাসনা চৌধুরী, মনোয়ারা বেগম ইতি, শামীমা হক, শাহানাজ পারভীন, মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি, লায়লা নূর, সায়মা শাহনাজ পিংকি, সুলতানা রহমান, সাদিয়া ইসলাম সিমি, নারগিস কামাল।

সাংগঠনিক সম্পাদক জোসনা আক্তার (ঢাকা), তাজলিনা আক্তার মনি (চট্টগ্রাম), মনিকা আলম (খুলনা), মাহবুবা বেগম (রাজশাহী), মরিয়ম বেগম (বরিশাল), নাহিদা আক্তার (সিলেট)।

কোষাধ্যক্ষ অ্যাড. আলীয়া খাঁন প্রিয়াংকা (অতি. দায়িত্বপ্রাপ্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদিকা মোমেনা বেগম, দফতর সম্পাদিকা তাসলিমা আকবর রুনা (অতি. দায়িত্বপ্রাপ্ত), সমবায় বিষয়ক সম্পাদিকা রিনা বেগম, কৃষি বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা, ক্রীড়া বিষয়ক সম্পাদিকা সৈয়দা আছিয়া বেবী।

সংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা সুরভী আক্তার, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদিকা ফাতেমা খাঁন নিশি, আইন বিষয়ক সম্পাদিকা অ্যাড. আলীয়া খাঁন প্রিয়াংকা, যুব বিষয়ক সম্পাদিকা তানিশা তাহের, শিল্প বিষয়ক সম্পাদিকা নিগার সুলতানা, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদিকা মিসেস রীলু বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা ফারহানা আইরিন, এনজিও বিষয়ক সম্পাদিকা কবিতা চাকমা, শ্রম ও সমাজকল্যাণ সম্পাদিকা ফেরদৌসি বেগম মালা।

সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদিকা শিরিন আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদিকা নাছিমা বেগম (শিক্ষিকা), যুগ্ম-সাংগঠনিক সম্পাদিকা প্রিয়া আক্তার (চট্টগ্রাম), সিদ্দীকা বেগম (খুলনা), সফুরা বেগম (রাজশাহী), অ্যাড. নারগিস আক্তার (বরিশাল), শিউলী আক্তার (সিলেট), আফরোজা ইসলাম জেলি (রংপুর)।

যুগ্ম-প্রচার ও প্রকাশনা সম্পাদিকা রেহেনা বেগম, যুগ্ম-সমবায় বিষয়ক সম্পাদিকা রওশন আরা বেবী, যুগ্ম-কৃষি বিষয়ক সম্পাদিকা রোকেয়া আক্তার স্বপ্না, যুগ্ম-ক্রীড়া বিষয়ক সম্পাদিকা লাইলি বেগম, যুগ্ম-সাংস্কৃতিক সম্পাদিকা আফরোজা পারভীন, যুগ্ম-তথ্য গবেষনা বিষয়ক সম্পাদিকা আফরোজা পারভিন মুক্তি, যুগ্ম-আইন বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, যুগ্ম-যুব বিষয়ক সম্পাদিকা তাবাসসুম বক্স মুমু।

যুগ্ম-শিল্প বিষয়ক সম্পাদিকা সামসুন্নাহার, যুগ্ম-ধর্ম বিষয়ক সম্পাদিকা আকতারী বেগম মিনা, যুগ্ম- পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদিকা লিজা আক্তার, যুগ্ম-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম লাইজু, যুগ্ম-এনজিও বিষয়ক সম্পাদিকা বকুল বিবি, যুগ্ম-শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম নাছিমা, যুগ্ম-সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদিকা রেহেনা আলী নিপা, যুগ্ম-শিক্ষা বিষয়ক সম্পাদিকা রাবেয়া খাতুন, যুগ্ম-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা শায়লা আক্তার।
এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন কুলসুম বেগম।

এ সম্পর্কিত আরও খবর