জিয়া বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান কুশীলব: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 21:30:46

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রধান কুশীলব ছিলেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনিই এই হত্যাকাণ্ডের প্রধান কুশীলব। ইন্ডিমেনিটি অধ্যাদেশ সংসদে পাশ করিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করেছেন। এতেই প্রমাণ হয় জিয়া বঙ্গবন্ধুর খুনি।’

শনিবার (৩১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে শাহবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

কৃষিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু এক মহান আদর্শের নাম। যে আর্দশে উজ্জীবিত হয়েছিল গোটা দেশ। সমগ্র জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি সত্ত্বাকে ও একাত্তরের চেতনাকে ধ্বংস করার জন্য ১৫ আগস্ট স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তার মৃত্যু নেই। তিনি চিরঞ্জীব।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। এই নিকৃষ্ট কাজে সহায়তাকরীরা নিজামী গোলাম আজম গংরা নাকি যুদ্ধাপরাধী নয় বলে প্রচার করে বিএনপি। শেখ হাসিনাসহ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ২১ আগস্ট গ্রেনেড হমলা চালিয়েছিল। নেত্রীকে এ প্রর্যন্ত ২২বার হত্যার চেষ্টা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ষড়যন্ত্র এখনো হচ্ছে, দল যদি সুসংহত থাকে পৃথিবীর কোনো শক্তি নাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে পারবে। ২০২১ সালে আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ- ২০৩০ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।

শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজিলাতুন্নেছা ইন্দিরা,মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। বিশেষ বক্তা শাহে আলম মুরাদ,সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ।

এ সম্পর্কিত আরও খবর