বিএনপি স্বাধীনতার পরাজিত শক্তির প্ল্যাটফর্ম: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 22:59:03

তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন,'যারা স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছিল এবং ৭০ সালের নির্বাচনে যারা নৌকায় ভোট দিতে পারেনি, তাদের প্ল্যাটফর্ম হচ্ছে বিএনপি।’

শনিবার (৩১ আগস্ট) পল্টন কমিউনিটি সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন,‘বিএনপির অনেক নেতা আজ লম্বা লম্বা কথা বলে। আপনাদের জেনে রাখা দরকার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জড়িত। কর্নেল ফারুক যখন জিয়াউর রহমানের কাছে রাষ্ট্রপতির হত্যার পরিকল্পনার কথা জানাতে যায়, তখন জিয়াউর রহমান বলেছিলেন- আমিতো সিনিয়র অফিসার তোমাদের সঙ্গে যেতে পারব না। তোমরা পরিকল্পনা মতো এগিয়ে যাও। এই কথার মাধ্যমেই স্পষ্টতই প্রমাণ হয় জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত ছিলেন।’

আরও পড়ুন: ‘গুম নিয়ে কথা বলার অধিকার বিএন‌পির নেই’

বিএনপির নেতাদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা জানি রাতের বেলায় মানুষের ঘুমের কারণে হুঁশ থাকে না। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীর দিনের বেলায় হুঁশ থাকে না। অনলাইন পত্রিকায় দেখলাম গয়েস্বর বাবু তার বক্তৃতায় বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি ভয়ের মধ্যে আছে। আমার মনে হয় গয়েস্বর বাবু হুঁশ হারিয়ে ফেলেছেন। দিনের বেলায় আপনিই ভীতসন্ত্রস্ত থাকেন এটা অনেকেরই প্রশ্ন রয়েছে।’

শোকের মাসের শেষ দিনে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন,‘আজকে সময়ের দাবি যারা বঙ্গবন্ধুর হত্যাকারীর কুশীলব ছিলেন তাদের মুখোশ উন্মোচন করতে হবে। এই প্রজন্মের সামনে বাঙালির নেতা বঙ্গবন্ধু হত্যার নীলনকশা কারা করেছিল,কারা এই হত্যার সঙ্গে জড়িত ছিল, জিয়াউর রহমানসহ সবার মুখোশ খুলে দিতে হবে। ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করছে, তাই তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত, ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক আবুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো শাহে আলম মুরাদসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর