রংপুর-৩: প্রথম দিনে আ’লীগের মনোনয়ন কিনেছেন ৩ জন

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 06:22:05

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে মনোনয়ন ফরম কিনেছেন ৩ জন মনোনয়নপ্রত্যাশী।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু কর হয়।


প্রথম দিনে মনোনয়ন ফরম কিনেছেন— আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম ও রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে। আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে।

আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণের দিন রেখে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০১ সেপ্টেম্বর) বেলা ১২টায় নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান তফসিল ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও খবর