প্রধানমন্ত্রীকে সাহায্য করেন, বিএন‌পিকে নাসিম

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 20:37:04

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন মানবিক কারণে। আপনারা (বিএনপির নেতারা) এর সমালোচনা করছেন। সমালোচনা না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করেন, দেখবেন রোহিঙ্গা সমস্যা দূর হয়ে গেছে। এতে জনগণ আপনাদের সাধুবাদ জানাবে। আপনারাও ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারবেন।'

শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে চলচ্চিত্র 'অর্জন-৭১' এর সাইনিং ও আশীর্বাদ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রোহিঙ্গা ইস্যু নিয়ে নাসিম বলেন, ‘এ সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপির বন্ধুদের বলব, রোহিঙ্গা সমস্যা জাতীয় সমস্যা। এটা দলীয় কোনো সমস্যা নয়। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য যা যা করণীয়, আমাদের করতে হবে।

তিনি বলেন, ‘আপনারা এখন পার্লামেন্টে গেছেন, সভা-সমাবেশও করছেন, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু দয়া করে রাজপথে এসে নৈরাজ্য করবেন না। এতে মানুষের অসুবিধা হয়। মানুষ কষ্ট পায়, বিক্ষুব্ধ হয়।’

'অর্জন-৭১' এর পরিচালক মির্জা সাখাওয়াৎ বলেন, ‘প্রধানমন্ত্রী প্রায়ই আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে বলতেন। কিন্তু সে তুলনায় চলচ্চিত্র নির্মিত হচ্ছে না। আমার এ চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে নির্মিত হচ্ছে।’

অর্জন-৭১ চলচ্চিত্রটির অভিনেত্রী মৌসুমী বলেন, ‘মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় নিয়ে চলচ্চিত্রটির স্ক্রিপ্ট। এটা নিয়ে বেশি কিছু বলার সময় এখনো আসেনি। আশা করি চলচ্চিত্রটি দর্শকদের ভালো লাগবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান, সংসদ সদস্য অ্যারোমা দত্ত, বিকন ফার্মার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান খানসহ অনেকে।

এ সম্পর্কিত আরও খবর