ছাত্রদলের কাউন্সিল স্থগিত

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 01:45:03

ছাত্রদলের কাউন্সিলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন ঢাকার চতুর্থ সহকারী জজ নুসরাত জাহান বীথি। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন নেতাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের ধর্ম বিষয়ক সহ সম্পাদক আমান উল্লাহ কাউন্সিলের বিরুদ্ধে মামলা করলে আদালত কর্তৃক এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই বিষয়ে ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. ফজলুর রহমান খোকন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, আমরা শুনেছি আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি।'

ছাত্রদলের কাউন্সিল স্থগিত

ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কাজী রওনকুল ইসলাম খোকন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'ছাত্রদল একটি রাজনৈতিক সংগঠন। এক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা জারি করতে পারে না। এই কাউন্সিল বন্ধের জন্য সরকার ষড়যন্ত্র করছে। কোনোভাবেই আমাদের এই কাউন্সিল বন্ধ করা যাবে না। আমাদের সিনিয়র নেতারা আলোচনায় বসেছেন, এই বিষয়ে রাতের মধ্যেই তারা বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।'

বিএনপি'র আইনজীবী অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করে বলেছেন, 'আমান উল্লাহ নামে এক ব্যক্তি মামলাটি করেছেন। যিনি ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তিনি বাদ পড়ায় মামলার বিবরণীতে অন্যায়ভাবে বলেছেন, তার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে।'

উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু এরই মধ্যে আদালত এ নিষেধাজ্ঞা জারি করল। 

এ সম্পর্কিত আরও খবর