অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদলের সম্মেলন বন্ধ: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 09:11:42

অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদল নিজেরাই মামলা করে তাদের কাউন্সিল বন্ধ করেছে। এতে সরকারের কোনো হাত নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিনি বলেছেন,‘তাদের (ছাত্রদল) বিরুদ্ধে তারা মামলা করে সম্মেলন বন্ধ করেছে। এখানেও শেখ হাসিনার দোষ, আওয়ামী লীগের দোষ। যত দোষ নন্দ ঘোষ। এখানে আওয়ামী লীগের দোষ কি? বিএনপির যে সংকট সেটা তাদের নিজেদের অভ্যন্তরীণ সংকট। তাদের অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রদলের সম্মেলন বন্ধ। এটা তাদের নেতিবাচক রাজনীতিরও বহিঃপ্রকাশ।’

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ছাত্রদলের কাউন্সিলের স্থগিতাদেশে সরকারের হস্তক্ষেপ আছে বলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছিলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা ইতিবাচক রাজনীতি করি। আমাদের ভুলত্রুটি থাকতে পারে। আমরা পারফেক্ট নই, এটা স্বীকার করি। এই সাহস আওয়ামী লীগের আছে।’

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারা আজকের এমন একটি সুন্দর অনুষ্ঠানকে পত্রিকার শিরোনামে রাজনৈতিক করার জন্য ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা প্রাসঙ্গিক না কেন? আজকের যেই অনুষ্ঠানে এসেছি, তাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা সাংবাদিকতা করেন, আমিও আপনাদের অগ্রজ। মন্ত্রিত্ব গেলে আমি আবার সাংবাদিকতায় আসব।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি আছে তো কাদা ছোড়াছুড়ি আছে। রাজনীতি আছে তো পাল্টাপাল্টি আছে। আমি বিএনপিকে কি গালিগালাজ করলাম এটাই হয়ে যায় শিরোনাম। সেটাই যদি হয় সাংবাদিকতায় এটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়।’

এ সম্পর্কিত আরও খবর