রংপুর-৩ আসন জাপাকে ছেড়ে দিতে পারে আ’ লীগ: ওবায়দুল কাদের

জাতীয় পার্টি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 09:12:18

রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিআরটিসির সম্মেলন কক্ষে বিআরটিসির চলমান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা ও মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী ব‌লেন, ‘রংপুর-৩ আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় আছে। আমরা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করছি, এরপর সিদ্ধান্ত নেব।’

ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'ছাত্রলীগের কমিটি প্রধানমন্ত্রী দিয়েছেন। বিষয়টি তিনিই দেখছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তিনি নতুন কমিটি দিয়েছেন এবং আগের কমিটির দু’জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা প্রধানমন্ত্রীই ভালো জানেন।’

ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যত বড় প্রভাবশালী নেতাই হোক, দলের ভেতরে যারা অপকর্ম করবে, দুর্নীতিতে জড়িত থাকবে, কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থার বাইরে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে। দলের নেতাকর্মীদের বিষয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব সেল ও গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন অভিযোগ আসছে, সেসব অভিযোগের বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

এ সম্পর্কিত আরও খবর