প্রশাসনের মধ্যে দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে: নাসিম

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 11:29:23

প্রশাসনের মধ্যে দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, ‘ঢাকা শহরে কীভাবে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ক্যাসিনো ও দুর্নীতি চলে? প্রশাসনের মধ্যেই দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হয়েছে। এর ফলেই রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটেছে।’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ১৪ দলের এক সভায় তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘প্রশাসনের মধ্যে দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়াই তাদের প্রতি ১৪ দলের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করছি। এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।’

শেখ হাসিনার নির্দেশে চলমান অভিযানকে ১৪ দলের পক্ষ থেকে সমর্থন জানিয়ে নাসিম বলেন, ‘অবৈধ ক্যাসিনো ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানকে আমরা সম্পূর্ণরূপে সমর্থন জানাচ্ছি। এই পরিস্থিতিতে কোনো অশুভ শক্তি যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। নেতাকর্মীদের অনুরোধ করব আপনারা সংঘবদ্ধ থাকবেন। কয়েকজন দুষ্টু লোকের জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা সংঘবদ্ধ থাকেন, এই লড়াইয়ে আমরা সফল হতে চাই।’

সভায় জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘কোনো দল বা মুখ দেখে যাতে দুর্নীতিবাজদের ছাড় দেওয়া না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কালো বিড়াল এবং কিছু অসাধু নেতার যোগসাজশে ক্যাসিনো ও দুর্নীতির এই কার্যক্রম চলেছে।’

ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার ব্যাপারে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওই ক্যাসিনো ক্লাবে একদিনই যাওয়া হয়েছে, উদ্বোধনের দিন ফিতা কাটতে। তারপর আর কখনো সেখানে গিয়েছি বলে আমার মনে নাই। সে হিসেবে ক্যাসিনোর কালি যদি লেগে থাকে, তাহলে লাগবে। ক্যাসিনো ও দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে আমি পুরোপুরি সমর্থন করি।’

১৪ দলের অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ ১৪ দলের অন্যন্য নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর