দলে অনুপ্রবেশে সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-11 05:38:16

বিভিন্ন রাজনৈতিক দল থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশে যারা সহায়তা করেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘যারা বিএনপি ও ফ্রিডম পার্টির লোকদের আওয়ামী লীগে এনেছেন, অনুপ্রবেশে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভাটির আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, ‘দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডারবাজী, চাঁদাবাজী, মাদককারবারি ও ক্যাসিনোর বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। এ শুদ্ধি অভিযান চলবে। অপকর্ম করে কেউ পার পাবেন না। কোনো অপকর্মকারীদের প্রশ্রয় দেওয়া হবে না। তাদের জন্য শেখ হাসিনার অর্জন মেলান হতে পারে না। দুর্নীতির বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান চলবে। শুধু রাজধানী ঢাকা নয়, বাইরেও শুরু হচ্ছে।’

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, ‘শেখ হাসিনা শক্ত হাতে জঙ্গি ও মাদক দমন করেছেন। এখন আবার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এই শুদ্ধি অভিযানে ক্যাসিনোর মালিকরা ধরা পড়ছে। কিন্তু এ ক্যাসিনো ব্যবসা প্রথম চালু করেছিলেন জিয়াউর রহমান। তার আমলে পানের দোকানদারও মদ বিক্রি করতেন। জুয়া খেলাও শুরু করেছিলেন জিয়া।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘শেখ হাসিনা ক্যাসিনোর বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন। এই অভিযানের শেষ লক্ষ্যে তিনি পৌঁছাবেন। তিনি শুধু বাংলাদেশের নেতাই নন। তিনি আন্তর্জাতিক নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন।’

সভায় আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর