শেখ হাসিনার সরকার মাইনোরিটি বান্ধব: কাদের

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 05:51:19

শেখ হাসিনার সরকার মাইনোরিটি বান্ধব বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘প্রতি বছরই পূজার সংখ্যা বাড়ছে। সারাদেশে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। যেখানে শুধু হিন্দুরাই নয় মুসলমানরাও এই সার্বজনীন উৎসবে যোগ দিয়েছেন।’

শনিবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর খামারবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে শারদীয় সংকলন ত্রিনয়নীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা মাথা উঁচু করে দাঁড়াবেন। আপনারা এই দেশের প্রথম শ্রেণির নাগরিক। এ দেশে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আপনারা মেরুদণ্ড সোজা রাখবেন। মেরুদণ্ড বাঁকিয়ে ফেললে চলবে না। কারণ, নাগরিক হিসেবে একজন মুসলমানের যে অধিকার, সেই অধিকার আপনাদেরও আছে।’

মুসলমানদের উদ্দেশে কাদের বলেন, ‘মুসলমান ভাইদের বলব, হিন্দুদের পাশে দাঁড়িয়ে পূজামণ্ডপ পাহারা দিয়ে শত্রুর হাত থেকে দুর্গোৎসবের পবিত্রতা রক্ষা করবেন। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশ গড়ে উঠেছে সেটি বজায় রাখতে হবে ‘

শারদীয় সংকলন ত্রিনয়নীর উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান (হুমায়ুন), সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার মজুমদার, সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র সহ হিন্দু ধর্মালম্বী ভক্তরা।

এ সম্পর্কিত আরও খবর