‘আবরার হত্যায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে ব্যবস্থা’

আওয়ামী লীগ, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 18:53:58

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় ছাত্রলীগের কারও বিন্দুমাত্র সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

এ ঘটনার তদন্তে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানান ছাত্রলীগ সভাপতি।

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় সোমবার (০৭ অক্টোবর) সকালে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন৷

রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শের-ই–বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।

আঘাতেই আবরার ফাহাদের মৃত্যু হয়েছে বলে সোমবার ময়না তদন্ত শেষে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ। তিনি বলেন, আবরারের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণ হয়েছে, আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর