দেশে সামাজিক অস্থিরতা বিরাজ করছে: জিএম কাদের

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 10:52:53

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘দেশের সর্বত্র সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। কোথাও সুখ-শান্তি নেই। মানুষের মধ্যে মানবিকতা এবং মানবিক মূল্যবোধ হারিয়ে গেছে। সমাজে মানবিক মূল্যবোধের পতন ঘটেছে।’

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকা বিভাগীয় টাঙ্গাইল জেলার সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের আরো বলেন, ‘আমাদের সব মতভেদ ভুলে পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলের স্বার্থে সব ধরনের ত্যাগ স্বীকার করতে হবে। দলে ঐক্যের বিকল্প নেই।’

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবুল কাশেম, এসএম ফয়সল চিশতী, পীরজাদা শফিউল্লাহ আল মনির, কমিটির সদস্য সচিব ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, নুরুল ইসলাম নুরু, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব আশরাফ সিদ্দিকী, সম্পাদক মণ্ডলীর সদস্য যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, রেজাউল করিম এবং এনাম জয়নাল আবেদীন।

এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে বনানী চেয়ারম্যানের অফিসে। সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, যুগ্ম আহ্বায়ক, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ফখরুল ইমাম, কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ, সাংগঠনিক টিমের সদস্য ও সাংগঠনিক সম্পাদক নির্মল দাস এবং মো. হেলাল উদ্দিন।

জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর